Ajker Patrika

নেইমারকে কোনো ‘খোঁচা’ দেননি এমবাপ্পে 

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১১: ৫৪
নেইমারকে কোনো ‘খোঁচা’ দেননি এমবাপ্পে 

নেইমারের রেস্টুরেন্টে যাওয়া নিয়ে কদিন আগে মজা করে এক মন্তব্য করেছিলেন কিলিয়ান এমবাপ্পে, যা নিয়ে বেশ সমালোচনা হয়েছিল। তবে এমবাপ্পে জানিয়েছেন, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) সতীর্থকে খোঁচা দিতে এমন মন্তব্য তিনি করেননি। 

গত মঙ্গলবার পার্ক দে প্রিন্সেসে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হয় পিএসজি ও বায়ার্ন মিউনিখ। বায়ার্নের কাছে ১-০ গোলে পিএসজির হেরে যাওয়ার কয়েক ঘণ্টা পর নেইমারকে ম্যাকডোনাল্ডসে দেখা যায়। তখন এমবাপ্পে মন্তব্য করেছিলেন, ‘ভালো করে খাওয়াদাওয়া কর এবং ঘুমাও।’ এমবাপ্পের এই মন্তব্য নিয়ে সমালোচনা হলেও পরে তিনি তা সবার কাছে স্পষ্ট করেছেন। প্রাইম ভিডিওকে ফরাসি এই ফুটবলার বলেন, ‘মন্তব্য সবার জন্যই ছিল। আমি দেখেছি, সবাই নেইমারকে নিয়ে কথা বলছে। এটা (মন্তব্য) আসলে কোনো খোঁচা ছিল না। এটা আসলে দলের সবার জন্য উপদেশ ছিল।’  

লিগ ওয়ানের ম্যাচে গতকাল লিলের বিপক্ষে লিওনেল মেসি, নেইমার, এমবাপ্পে—তিন তারকাই মূল একাদশে ছিলেন। গোলবন্যার ম্যাচে লিলেকে ৪-৩ গোলে হারিয়েছে প্যারিসিয়ানরা। এই ম্যাচে এমবাপ্পে জোড়া গোল করেছেন। তবে চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে নেইমারকে। ৪৮ মিনিটে নেইমারকে বাজেভাবে চ্যালেঞ্জ করেন লিলের মিডফিল্ডার বেনজামিন আন্দ্রে। গোড়ালির চোটে পড়ে স্ট্রেচারে মাঠ ছাড়তে হয়েছে পিএসজির এই ফরোয়ার্ডকে। পুরো ৯০ মিনিট খেলতে না পারলেও দুটি গোল করতে অবদান রেখেছেন নেইমার। একটি গোল করেছেন এবং একটি গোলে অ্যাসিস্ট করেছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পর্নোগ্রাফিতে জড়িত সেই বাংলাদেশি যুগল গ্রেপ্তার

৪ হাজার এএসআই নিয়োগের প্রজ্ঞাপন জারি

দেবরের ছেলের সঙ্গে প্রেমের ইতি, থানায় বসে কবজি কাটলেন দুই সন্তানের মা

ভারত বলছে, ফোনালাপ হয়নি, জবাবে ট্রাম্প বললেন—তাহলে ওরা শুল্ক দিতে থাক

দনবাস রাশিয়ার দখলে চলে গেছে, সেটা মেনেই যুদ্ধ শেষ করো—জেলেনস্কিকে ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত