সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলা ভাষার বিকৃতি চরমে, যা বলছেন বিশেষজ্ঞরা
রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। এক বন্ধু আরেক বন্ধুকে বলছে, ‘কি মাম্মা কই যাও, ভালাচ্ছ তুমি! আইজকাল তো দেহি কুনো খুঁজ টুঁজ নাও না।’ বন্ধুর জবাব, ‘প্যানায় আছি মাম্মু! জিএফ’রে নিইয়্যা আছি দৌরের উপ্রে।’ বাস্তবের মতোই প্রায় অভিন্ন চিত্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও। ম্যাসেঞ্জারে দুই