Ajker Patrika

ধর্মমন্ত্রীকে ‘রাজাকার’ বললেন যুবলীগ নেতা, তাঁকে ‘অবাধ্য সন্তান’ বললেন মা

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ০২ মার্চ ২০২৪, ১৩: ১৬
Thumbnail image

ধর্মমন্ত্রী জামালপুর-২ আসনের সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলালকে নিয়ে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংস্কৃতিক সম্পাদক মীর শরীফ হাসান লেনিনের একটি ফেসবুক পোস্ট ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। পোস্টে তিনি ধর্মমন্ত্রী ও তাঁর বাবাকে ‘দলবাজ’ এবং ‘রাজাকার’ আখ্যায়িত করেছেন। 

একই পোস্টে চট্টগ্রাম থেকে দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত দিলোয়ারা ইউসুফকেও ‘রাজাকার’ অভিহিত করেছেন যুবলীগ নেতা। 

স্থানীয় আওয়ামী লীগ নেতাদের অভিযোগ, মীর শরীফ হাসান লেনিন অনেক আগে থেকেই সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলালসহ তাঁর পরিবারের বিরুদ্ধে নানাবিধ অশালীন মন্তব্য ফেসবুকে ছড়িয়ে আসছেন। 

তবে মীর শরীফ হাসান লেনিনের দাবি, তিনি কখনোই কারও বিরুদ্ধে অশালীন মন্তব্য ফেসবুকে ছড়িয়ে দেননি। যেটা সত্য, সেটাই প্রকাশ করেছেন। 

গত রোববার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ফেসবুক আইডি থেকে ধর্মমন্ত্রী ও চট্টগ্রাম থেকে দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত দিলোয়ারা ইউসুফের ছবিসহ ওই পোস্ট করেন মীর শরীফ হাসান লেলিন। 

মীর শরিফ হাসান লেলিনপোস্টে সংরক্ষিত মহিলা আসনে দলীয় মনোনয়ন পাওয়া দিলোয়ারা ইউসুফের বাবা-চাচাকে চিহ্নিত রাজাকার বলেন লেনিন। ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল ও তাঁর বাবা হবিবর রহমান খানকে ‘কুখ্যাত রাজাকার’ বলে মন্তব্য করেন তিনি। 

তাঁর দাবি, ২০০১ সালে বঙ্গবন্ধুর সঙ্গে রাজনীতি করা আওয়ামী লীগের প্রার্থী রাশেদ মোশাররফকে পরাজিত করেছিলেন ফরিদুল হক। মুক্তিযোদ্ধা লিয়াকত চেয়ারম্যান হত্যা মামলার এক নম্বর আসামিও। 

এ বিষয়ে যুবলীগ নেতা মীর শরীফ হাসান লেনিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফেসবুক মেসেঞ্জারে বলেন, ‘ভাই, আপনারা তো সত্য লিখবেন না। সাহস থাকলে এবার লেখেন। ধর্মমন্ত্রীসহ তাঁর পরিবারকে নিয়ে আমি ফেসবুকে পোস্ট দিয়েছি। পোস্টের সবগুলো তথ্যই সঠিক। আমি কারও বিরুদ্ধে কোনো অপবাদ ছড়াচ্ছি না। বরং যেটা সত্য, সেটাই পোস্ট করেছি। এটা দোষের কিছু আছে বলে মনে করি না। কারণ, সত্য উন্মোচন করা দরকার। সে কারণেই ফেসবুকে পোস্ট করেছি।’ 

ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও গাইবান্ধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী বলেন, ‘ধর্মমন্ত্রী ও তাঁর বাবাকে নিয়ে ফেসবুকে অবমাননাকর পোস্ট দেওয়ায় আমরা হতবাক হয়েছি। ধর্মমন্ত্রী সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছেন। তিনি টানা চারবারের সংসদ সদস্য। দীর্ঘদিন ধরে তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে দায়িত্ব পালন করছেন। এ রকম জনপ্রিয় একজন ব্যক্তিকে নিয়ে ফেসবুকে অপবাদ ছড়ানো প্রতিহিংসার বহিঃপ্রকাশ মাত্র। আমরা বিষয়টির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’ 

ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোবাইল ফোনে বলেন, ‘ধর্মমন্ত্রী ও তাঁর পরিবারকে নিয়ে লেনিনের এমন পোস্ট এটাই প্রথম নয়। এটি নিন্দনীয় কাজ। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।’ 

ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলালওই পোস্টের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ধর্মমন্ত্রী ফরিদুল হক খান মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘আমাকেসহ আমার পরিবারকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে লেলিন ফেসবুকে অশালীন মন্তব্য পোস্ট করার বিষয়টি জেনেছি। মাঝেমধ্যেই সে আমার বিরুদ্ধে অপবাদ ছড়ায়। এটা তার অভ্যাস। আমি ধৈর্য ধরেছি। এর চেয়ে বেশি কিছু আমার বলার নেই।’ 

এদিকে বিষয়টি নিয়ে বিব্রত ও ক্ষুব্ধ লেনিনের মা জামালপুর–শেরপুর সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য ও কৃষক লীগের সহসভাপতি হোসনে আরা। তিনি বলেন, ‘ছেলে লেনিনের ফেসবুকে পোস্ট আমার নজরে পড়েছে। এটা ঠিক হয়নি। ধর্মমন্ত্রীকে ঘিরে সম্মানহানিকর মন্তব্য কিংবা অবমাননাকর লেখা ফেসবুকে পোস্ট করা উচিত হয়নি। তা ছাড়া, ধর্মমন্ত্রী আর আমরা একই দলের রাজনীতি করি এবং একই এলাকার বাসিন্দা। ধর্মমন্ত্রী দুলাল আমার বড় ভাই। তাঁকে অসম্মান করাটা আমাদের কাম্য হতে পারে না।’ 

ছেলে লেনিনের ওপর ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, ‘একমাত্র মায়ের অবাধ্য সন্তানেরাই এমন নিন্দনীয় কাজ করতে পারে। এটি কখনো কাম্য হতে পারে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত