সামাজিক যোগাযোগ মাধ্যমের এই দুনিয়ায় জাকারবার্গের নাম কে না জানে। বর্তমানে তিনি মেটার সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। এর মাধ্যমে একসঙ্গে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মতো জনপ্রিয় তিনটি মাধ্যমের নেতৃত্ব দিচ্ছেন এই টেক জায়ান্ট। তবে প্রযুক্তি সাম্রাজ্যের বাইরেও জাকারবার্গের আরও অনেক দিকে আগ্রহ রয়েছে। এই আগ্রহের ফল হিসেবে এবার নিজ বাড়িতেই পরিচয় সংকটে পড়লেন ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা।
জানা গেছে, বাবাকে একজন ‘পশু-পালক’ মনে করে জাকারবার্গের মেয়েরা। সাম্প্রতিক সময়ে শখের বশে মার্শাল আর্ট, হাইড্রোফিলিংয়ের পাশাপাশি গরু পালনেও মন দিয়েছিলেন জাকারবার্গ। আর এতেই মেটার মতো জটিল বিষয় নিয়ে ভাবনা-চিন্তা না করা জাকারবার্গের মেয়েরা বাবাকে একজন পশু-পালক হিসেবেই ধরে নিয়েছে।
মর্নিং ব্রিউ ডেইলি নামে একটি পডকাস্টে সাক্ষাৎকার দিতে গিয়ে বিষয়টি ফাঁস করেছেন জাকারবার্গ নিজেই। সাক্ষাৎকারে মেটা বিষয়টিকে অনুধাবনের বিষয়ে উপস্থাপককে তিনি বলেন, ‘আপনি যদি বাচ্চাদের মতো হন, যেমনটি আমার কন্যারা, মেটা বিষয়টি আপনার মাথায় ঢোকানো কঠিন হবে, তাই না? এটা খুবই বিমূর্ত অ্যাপ। আমার মেয়েরা ভেবে বসেছে, আমি একজন গরু পালনকারী।’
গরু পালন নিয়ে অবশ্য জাকারবার্গের মেয়েরাও খুব উৎসাহী। এ বিষয়ে তারা বাবাকে সাধ্যমতো সহযোগিতাও করে। আর পারিবারিক এমন উৎসাহ পেয়েই হয়তো জাকারবার্গ ভাবছেন, ভবিষ্যতে তিনি ‘মার্কস মিট’ নামে উন্নতমানের গরুর মাংস উৎপাদন এবং বিপণন করবেন।
গরু বিষয়ক প্রকল্পে সফলতা পাওয়ার জন্য ইতিমধ্যেই নিজের খামারে থাকা গরুগুলোকে অভিনব উপায়ে খাবার সরবরাহ করছেন জাকারবার্গ। তিনি তাঁর পোষা গরুগুলোকে পানীয় হিসেবে বিয়ার সরবরাহ করা ছাড়াও খাদ্য হিসেবে উন্নতমানের ম্যাকাডেমিয়া বাদাম সরবরাহ করেন।
সে যা-ই হোক, মর্নিং ব্রিউ ডেইলি পডকাস্টে কথা বলা সময় বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলোর কর্মী ছাঁটাইয়ের বিষয়েও কথা বলেন জাকারবার্গ। তিনি জানান, এই প্রবণতা সহসাই থেমে যাবে না। কারণ কোম্পানিগুলো তাদের কাজের ধরনে বদল আনছে। মহামারি পরবর্তী সময়ে একটি নতুন বাস্তবতার মুখোমুখি হয়েছে এসব কোম্পানি।
সামাজিক যোগাযোগ মাধ্যমের এই দুনিয়ায় জাকারবার্গের নাম কে না জানে। বর্তমানে তিনি মেটার সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। এর মাধ্যমে একসঙ্গে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মতো জনপ্রিয় তিনটি মাধ্যমের নেতৃত্ব দিচ্ছেন এই টেক জায়ান্ট। তবে প্রযুক্তি সাম্রাজ্যের বাইরেও জাকারবার্গের আরও অনেক দিকে আগ্রহ রয়েছে। এই আগ্রহের ফল হিসেবে এবার নিজ বাড়িতেই পরিচয় সংকটে পড়লেন ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা।
জানা গেছে, বাবাকে একজন ‘পশু-পালক’ মনে করে জাকারবার্গের মেয়েরা। সাম্প্রতিক সময়ে শখের বশে মার্শাল আর্ট, হাইড্রোফিলিংয়ের পাশাপাশি গরু পালনেও মন দিয়েছিলেন জাকারবার্গ। আর এতেই মেটার মতো জটিল বিষয় নিয়ে ভাবনা-চিন্তা না করা জাকারবার্গের মেয়েরা বাবাকে একজন পশু-পালক হিসেবেই ধরে নিয়েছে।
মর্নিং ব্রিউ ডেইলি নামে একটি পডকাস্টে সাক্ষাৎকার দিতে গিয়ে বিষয়টি ফাঁস করেছেন জাকারবার্গ নিজেই। সাক্ষাৎকারে মেটা বিষয়টিকে অনুধাবনের বিষয়ে উপস্থাপককে তিনি বলেন, ‘আপনি যদি বাচ্চাদের মতো হন, যেমনটি আমার কন্যারা, মেটা বিষয়টি আপনার মাথায় ঢোকানো কঠিন হবে, তাই না? এটা খুবই বিমূর্ত অ্যাপ। আমার মেয়েরা ভেবে বসেছে, আমি একজন গরু পালনকারী।’
গরু পালন নিয়ে অবশ্য জাকারবার্গের মেয়েরাও খুব উৎসাহী। এ বিষয়ে তারা বাবাকে সাধ্যমতো সহযোগিতাও করে। আর পারিবারিক এমন উৎসাহ পেয়েই হয়তো জাকারবার্গ ভাবছেন, ভবিষ্যতে তিনি ‘মার্কস মিট’ নামে উন্নতমানের গরুর মাংস উৎপাদন এবং বিপণন করবেন।
গরু বিষয়ক প্রকল্পে সফলতা পাওয়ার জন্য ইতিমধ্যেই নিজের খামারে থাকা গরুগুলোকে অভিনব উপায়ে খাবার সরবরাহ করছেন জাকারবার্গ। তিনি তাঁর পোষা গরুগুলোকে পানীয় হিসেবে বিয়ার সরবরাহ করা ছাড়াও খাদ্য হিসেবে উন্নতমানের ম্যাকাডেমিয়া বাদাম সরবরাহ করেন।
সে যা-ই হোক, মর্নিং ব্রিউ ডেইলি পডকাস্টে কথা বলা সময় বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলোর কর্মী ছাঁটাইয়ের বিষয়েও কথা বলেন জাকারবার্গ। তিনি জানান, এই প্রবণতা সহসাই থেমে যাবে না। কারণ কোম্পানিগুলো তাদের কাজের ধরনে বদল আনছে। মহামারি পরবর্তী সময়ে একটি নতুন বাস্তবতার মুখোমুখি হয়েছে এসব কোম্পানি।
গাজায় চলমান যুদ্ধের মধ্যে ইসরায়েল বহুদিন ধরে দাবি করে আসছিল যে, হামাস জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ত্রাণ চুরি করছে। এই অভিযোগকে সামনে রেখেই তারা সেখানে খাদ্য সরবরাহে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তবে এখন জানা যাচ্ছে, ইসরায়েলি সামরিক বাহিনী এমন কোনো প্রমাণই পায়নি যে—হামাস পদ্ধতিগতভাবে জাতিসংঘ
৩০ মিনিট আগেথমথমে পরিবেশ, থেকে থেকে শোনা যাচ্ছে ট্যাঙ্কের গর্জন আর কামানের শব্দ—তিন দিন ধরে থাইল্যান্ডের সীমান্তবর্তী অঞ্চলগুলোর পরিস্থিতি এরকমই। দু’দেশের মধ্যে দীর্ঘদিনের সীমান্ত দ্বন্দ্ব অবশেষে রূপ নিয়েছে খোলা সংঘর্ষে। গত বৃহস্পতিবার প্রতিবেশী কম্বোডিয়ার সঙ্গে পাল্টাপাল্টি গোলাগুলি শুরুর পর থেকে এটাই যেন হয়ে
৩৬ মিনিট আগেগাজায় দীর্ঘ কয়েক মাসের ইসরায়েলি অবরোধের পর যখন দুর্ভিক্ষে মানুষ প্রাণ হারানো শুরু করেছে ঠিক তখনই আন্তর্জাতিক চাপের মুখে অঞ্চলটিতে ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল। পাশাপাশি, আবারও আকাশপথে উড়োজাহাজ থেকেও ত্রাণ ফেলা শুরু হয়েছে। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগেভারতের উত্তরাখণ্ডের হরিদ্বারের মনসা দেবীর মন্দিরে পদদলনের ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৭ জন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫৫ জন। মন্দিরে ওঠার সিঁড়িতেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে