Ajker Patrika

ফেসবুকে বিদেশি নারী সেজে প্রতারণা, যুবক গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি
Thumbnail image

ফেসবুকে ভারতীয় নারীর পরিচয়ে ব্ল্যাকমেল করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মো. আজিম খান ওরফে বিদ্যুৎ (৩৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

আজ শনিবার পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক। 

পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তার বিদ্যুৎ নিজেকে ভারতীয় নারী পরিচয়ে ভুয়া ফেসবুক আইডি খুলে সুন্দরী মেয়ের ছবি দিয়ে বিভিন্ন জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। 

তিনি আরও জানান, এরপর বন্ধুত্ব গড়ে তোলার একপর্যায়ে অশ্লীল ছবি-ভিডিও পাঠিয়ে তাদের নানাভাবে প্রলুব্ধ করে। পরে সুকৌশলে ভুক্তভোগীর নগ্ন ছবি এবং ভিডিও ধারণ করেন। এ সব নগ্ন ছবি, ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীদের কাছে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। 

গতকাল শুক্রবার রাতে শহরের নিশ্চিন্তপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত