দিব্যরথে অমর্ত্যলোকে পেলে
‘নক্ষত্রেরও একদিন মরে যেত হয়’—পরক্ষণে ফের কবি জীবনানন্দ দাশের সন্দিহান চোখে জানতে চাওয়া, ‘হয় নাকি?’ এ প্রশ্ন যে অমূলক নয়, সেটিই যেন বুঝিয়ে দিলেন পেলে। কিছু মৃত্যু শুধু দৈহিক। কিন্তু যে মানুষ আমৃত্যু বিনোদিত করে এসেছেন, কোটি মানুষকে জুগিয়েছেন বেঁচে থাকার রসদ, তিনি যে অমর!