Ajker Patrika

স্টেডিয়ামের নির্মাণাধীন ড্রেসিংরুম থেকে ফুটবলারের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ০৭ মে ২০২৩, ১৮: ৩৬
স্টেডিয়ামের নির্মাণাধীন ড্রেসিংরুম থেকে ফুটবলারের লাশ উদ্ধার

বরিশালে স্টেডিয়ামের নির্মাণাধীন ড্রেসিংরুম থেকে এক ফুটবল খেলোয়াড়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, প্রেমিকাকে আত্মহত্যার প্রস্তুতির ছবি পাঠিয়ে তিনি গলায় ফাঁস দিয়েছেন তিনি। 

আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে নগরের বান্দ রোডের শহীদ আবদুর রব স্টেডিয়ামে নির্মাণাধীন ড্রেসিংরুম থেকে সোহেল জমাদ্দার (২৪) নামে ওই খেলোয়াড়ের লাশ উদ্ধার করা হয়। 

এর আগে গতকাল শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। 

সোহেল জমাদ্দার ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার রায়াপুর বটতলা এলাকার বাসিন্দা হাফিজ জমাদ্দারের ছেলে। তিনি ঢাকার সাইফ স্পোর্টিং ক্লাবের অনূর্ধ্ব ১৭ দলের গোলরক্ষক ছিলেন। তাঁর স্ত্রী ও আট মাস বয়সের একটি ছেলে রয়েছে। 

সোহেলের বোন শান্তা ইসলাম জানান, বিয়ের আগে নগরীর বেসরকারি নার্সিং কলেজের এক শিক্ষার্থীর সঙ্গে সোহেলের প্রেমের সম্পর্ক ছিল। তাঁদের সম্পর্ক ভেঙে যাওয়ায় সোহেলকে অন্যত্র বিয়ে করানো হয়। সম্প্রতি সাবেক প্রেমিকার সঙ্গে ফের সম্পর্কে জড়ান সোহেল। এ নিয়ে পারিবারিক অশান্তি ছিল বলে জানান তাঁর বোন। 

শান্তা আরও জানান, আজ খেলা থাকায় গতকাল স্টেডিয়ামে আসেন সোহেল। ওই দিন সন্ধ্যার পর থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। পরে সোহেলের প্রেমিকা তাঁকে (শান্তা) জানান, সোহেল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করবে জানিয়ে ইমোতে দড়ি ও একটি মইয়ের ছবি তাঁকে (প্রেমিকা) পাঠিয়েছে। 

শান্তার অভিযোগ, রাতে (শনিবার) তাঁকে ভিডিও কলে রেখে সোহেল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। 

কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. শহীদুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সোহেল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ফাঁস নেওয়ার পর দড়ি ছিঁড়ে নিচে পড়ে যাওয়ায় তাঁর মাথা ফেটে গেছে।’ 

এসআই আরও বলেন, ‘আত্মহত্যার আগে প্রস্তুতির কয়েকটি স্থির চিত্র তিনি প্রেমিকাকে পাঠান। যার প্রমাণ পাওয়া গেছে। ছবি পাওয়ার পর তাঁর প্রেমিকা বিষয়টি অন্য বন্ধুদের জানায়। ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন এমন গুঞ্জন থাকলেও এখন পর্যন্ত সুনির্দিষ্ট প্রমাণ মেলেনি।’ 

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘রোববার সকালে বিষয়টি জানার পর পুলিশ নিয়ে স্টেডিয়ামে এসে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত