Ajker Patrika

মাঠেই ‘খুন’ করতে ইচ্ছে হয় আর্জেন্টিনার মার্তিনেজের

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৮: ১১
মাঠেই ‘খুন’ করতে ইচ্ছে হয় আর্জেন্টিনার মার্তিনেজের

আক্রমণাত্মক খেলার কারণে  ফুটবল ভক্তদের কাছে লিসান্দ্রো মার্তিনেজ পরিচিত ‘কসাই’ নামে। প্রতিপক্ষ খেলোয়াড়দের মাঠে একবিন্দু ছাড়ও দেননা ২৫ বছর বয়সী এই ডিফেন্ডার। হার না মানা মানসিকতার এই ফুটবলারের কখনো কখনো মাঠে সত্যিই ‘খুন’ করার ইচ্ছা জাগে।

ইংল্যান্ডের জনপ্রিয় সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফকে’ সম্প্রতি এক সাক্ষাৎকার দিয়েছিলেন মার্তিনেজ। আর্জেন্টাইন এই ডিফেন্ডার বলেন, ‘হ্যাঁ, তা আসলে খুবই কঠিন। মাঝেমধ্যে আমার খুন করতে ইচ্ছে করে। তবে আপনাকে সেটা নিয়ন্ত্রণও করতে হবে। আমি মনে করি, আমাদের আর্জেন্টিনার সংস্কৃতিই এমন, আমরা দলের জন্য সবসময় নিবেদিত।’ 

প্রিমিয়ার লিগে এই মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলতে নেমে চার বার হলুদ কার্ড দেখেছেন বিশ্বকাপ জয়ী এই ফুটবলার। কার্ড দেখার প্রসঙ্গে মার্তিনেজ বলেন, ‘আমাকে আরও কৌশলী হতে হবে। এভাবে খেললে সব ম্যাচেই আমাকে নিষেধাজ্ঞায় পড়তে হবে।’ 

গত গ্রীষ্মে আয়াক্স থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে এসেছেন মার্তিনেজ। রেড ডেভিলদের হয়ে ৩৪ ম্যাচ খেলে একটি গোলও করেছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত