নিজস্ব প্রতিবেদক, ঢাকা
খেলতে নামলেই চোট। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামের টার্ফ বাংলাদেশের ফুটবলারদের জন্য রীতিমতো আতঙ্ক! মানহীন এই টার্ফ নিয়ে আগেও সমালোচনা করেছেন বাইরের দলের কোচেরা। এবারের অনূর্ধ্ব-২০ নারী সাফেও কোচদের মুখে কমলাপুরের টার্ফ নিয়ে ক্ষোভ।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভারতের মেয়েদের কাছে ১২ গোল হজম করেছিল ভুটান। আজ নেপালের কাছে ৪-০ গোলে হেরে বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকেই। শেষ আগামী পরশু স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে কর্মা দেমার দল।
দুই ম্যাচে ১৬ গোল খাওয়া দলটা বাংলাদেশের বিপক্ষে কেমন খেলবে সেটা জানতে চাওয়া হয়েছিল আজ ম্যাচের পর সংবাদ সম্মেলনে। স্বাগতিক দলের বিপক্ষে ম্যাচ খেলার দুশ্চিন্তার কথা লুকাননি ভুটান কোচ কর্মা দেমা। তবে এর চেয়েও বড় শঙ্কার কথা জানালেন তিনি। বাংলাদেশের বিপক্ষে সেরা দলটা সাজাতেই নাকি হিমশিম খাচ্ছেন বলেও দাবি ভুটান কোচের। কর্মা বললেন, ‘আমি দুশ্চিন্তায় আছি। আমার দলের প্রধান গোলরক্ষক, দুই সেন্ট্রাল ডিফেন্ডার আগের ম্যাচেই চোটে পড়েছে। আজও এক ডিফেন্ডার আহত। আমার মূল দলের ৪-৫ ফুটবলার এখন আহত।’
ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে আহত হয়ে গোলরক্ষক নরবু জাংমো, দুই ডিফেন্ডার-গঙ্গা ঘালি ও সোনম গাকি পেলজম দলের বাইরে। নেপাল ম্যাচে চোটে পড়েছেন চন্দ্রা পোওডেল। গোলরক্ষক নরবুকে হাড় ভেঙ্গে হাসপাতালে যেতে হয়েছে বলে জানিয়েছেন কর্মা দেমা। নিজ দেশে টার্ফে খেললেও কমলাপুরের মতো ‘বাজে’ টার্ফ দেখেননি বলে মন্তব্য ভুটান কোচের। বললেন, ‘টার্ফে আমরা আগেও খেলেছি। কিন্তু এমন বাজে টার্ফ আগে কখনো দেখিনি।’
কমলাপুরের টার্ফের সমালোচনা করেছেন নেপালের কোচ ইয়াম প্রসাদও। বাংলাদেশের কাছে হেরে বলের সমালোচনা করেছিলেন তিনি। আজ ৪-০ গোলে জিতে মাঠের সমালোচনা তাঁর মুখে, ‘নেপালের টার্ফের সঙ্গে এখানের টার্ফের অনেক পার্থক্য। আমাদের দলের অন্যতম মূল খেলোয়াড় কুসুম খাটিওয়াদা হাঁটুতে চোট পেয়েছে। এই টার্ফ অনেক শক্ত। হ্যামস্ট্রিং, হাঁটুতে চোট, ছিলে যাওয়াসহ সব রকম চোটই আছে আমার দলে। সবই হয়েছে এই মাঠে খেলে।’
বিদেশি দলতো বটেই, কমলাপুরের মাঠে খেলতে চান না বাংলাদেশের পেশাদার লিগের ফুটবলাররাও। গত মৌসুমে এই মাঠেই স্বাধীনতা কাপে চোটে পড়ে এক মৌসুম মাঠের বাইরে ছিলেন ডিফেন্ডার তপু বর্মন। কমলাপুরে খেলার প্রতিবাদে নাম সরিয়ে নিয়েছিল বসুন্ধরা কিংসের মতো দল।
ভুটান-নেপাল কোচের সমালোচনার বিষয়টি জানানো হয় বাফুফে নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণকে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার শেষ না হওয়া পর্যন্ত কমলাপুর স্টেডিয়ামের সংস্কার কাজ শুরু করা কঠিন হবে বলে জানিয়েছেন তিনি।
খেলতে নামলেই চোট। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামের টার্ফ বাংলাদেশের ফুটবলারদের জন্য রীতিমতো আতঙ্ক! মানহীন এই টার্ফ নিয়ে আগেও সমালোচনা করেছেন বাইরের দলের কোচেরা। এবারের অনূর্ধ্ব-২০ নারী সাফেও কোচদের মুখে কমলাপুরের টার্ফ নিয়ে ক্ষোভ।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভারতের মেয়েদের কাছে ১২ গোল হজম করেছিল ভুটান। আজ নেপালের কাছে ৪-০ গোলে হেরে বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকেই। শেষ আগামী পরশু স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে কর্মা দেমার দল।
দুই ম্যাচে ১৬ গোল খাওয়া দলটা বাংলাদেশের বিপক্ষে কেমন খেলবে সেটা জানতে চাওয়া হয়েছিল আজ ম্যাচের পর সংবাদ সম্মেলনে। স্বাগতিক দলের বিপক্ষে ম্যাচ খেলার দুশ্চিন্তার কথা লুকাননি ভুটান কোচ কর্মা দেমা। তবে এর চেয়েও বড় শঙ্কার কথা জানালেন তিনি। বাংলাদেশের বিপক্ষে সেরা দলটা সাজাতেই নাকি হিমশিম খাচ্ছেন বলেও দাবি ভুটান কোচের। কর্মা বললেন, ‘আমি দুশ্চিন্তায় আছি। আমার দলের প্রধান গোলরক্ষক, দুই সেন্ট্রাল ডিফেন্ডার আগের ম্যাচেই চোটে পড়েছে। আজও এক ডিফেন্ডার আহত। আমার মূল দলের ৪-৫ ফুটবলার এখন আহত।’
ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে আহত হয়ে গোলরক্ষক নরবু জাংমো, দুই ডিফেন্ডার-গঙ্গা ঘালি ও সোনম গাকি পেলজম দলের বাইরে। নেপাল ম্যাচে চোটে পড়েছেন চন্দ্রা পোওডেল। গোলরক্ষক নরবুকে হাড় ভেঙ্গে হাসপাতালে যেতে হয়েছে বলে জানিয়েছেন কর্মা দেমা। নিজ দেশে টার্ফে খেললেও কমলাপুরের মতো ‘বাজে’ টার্ফ দেখেননি বলে মন্তব্য ভুটান কোচের। বললেন, ‘টার্ফে আমরা আগেও খেলেছি। কিন্তু এমন বাজে টার্ফ আগে কখনো দেখিনি।’
কমলাপুরের টার্ফের সমালোচনা করেছেন নেপালের কোচ ইয়াম প্রসাদও। বাংলাদেশের কাছে হেরে বলের সমালোচনা করেছিলেন তিনি। আজ ৪-০ গোলে জিতে মাঠের সমালোচনা তাঁর মুখে, ‘নেপালের টার্ফের সঙ্গে এখানের টার্ফের অনেক পার্থক্য। আমাদের দলের অন্যতম মূল খেলোয়াড় কুসুম খাটিওয়াদা হাঁটুতে চোট পেয়েছে। এই টার্ফ অনেক শক্ত। হ্যামস্ট্রিং, হাঁটুতে চোট, ছিলে যাওয়াসহ সব রকম চোটই আছে আমার দলে। সবই হয়েছে এই মাঠে খেলে।’
বিদেশি দলতো বটেই, কমলাপুরের মাঠে খেলতে চান না বাংলাদেশের পেশাদার লিগের ফুটবলাররাও। গত মৌসুমে এই মাঠেই স্বাধীনতা কাপে চোটে পড়ে এক মৌসুম মাঠের বাইরে ছিলেন ডিফেন্ডার তপু বর্মন। কমলাপুরে খেলার প্রতিবাদে নাম সরিয়ে নিয়েছিল বসুন্ধরা কিংসের মতো দল।
ভুটান-নেপাল কোচের সমালোচনার বিষয়টি জানানো হয় বাফুফে নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণকে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার শেষ না হওয়া পর্যন্ত কমলাপুর স্টেডিয়ামের সংস্কার কাজ শুরু করা কঠিন হবে বলে জানিয়েছেন তিনি।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে বড় করে লেখা আউট। সংযুক্ত আরব আমিরাতের স্কোরকার্ডের পাশে লেখা ৯ উইকেট। কিন্তু পরক্ষণেই সবকিছু উল্টে গেল। কারণ, ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব আবেদন প্রত্যাহার করে নিয়েছেন। আকাশ চোপড়ার মতে প্রতিপক্ষ পাকিস্তান হলে ভারত এমনটা করতই না।
২৩ মিনিট আগেগায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে রানের জন্য বেশ সংগ্রাম করছিল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ও অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনস। ১০০ রানের লক্ষ্য তাড়া করে অ্যান্টিগা জিতলেও তাদের খেলা শেষ করতে লেগেছে ২০ ওভার। তাতেই প্লে অফে উঠে গেছে সাকিব আল হাসানের অ্যান্টিগা।
১ ঘণ্টা আগেটানা তিনটি টি–টোয়েন্টি সিরিজ জয়ের তাজা আত্মবিশ্বাস নিয়ে কাল এশিয়া কাপ মিশনে নামছে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথম ম্যাচে লিটন দাসের দলের প্রতিপক্ষ হংকং। লক্ষ্য একটাই— ইতিহাস গড়া। তা সামনে রেখে বাংলাদেশ এগোচ্ছে ম্যাচ বাই ম্যাচ ধরে।
১০ ঘণ্টা আগেবোলারদের দুর্দান্ত পারফরম্যান্স লক্ষ্যটা থেকেছে হাতের নাগালে। ভারত পাওয়ার প্লের মধ্যে নাকি আরও পরে ম্যাচ শেষ করতে পারে সেটাই যেন দেখার অপেক্ষা ছিল। শেষ পর্যন্ত ৫৮ রানের লক্ষ্য পাড়ি দিতে মাত্র ২৭ বল খেলতে হয়েছে তাদের। রান তাড়ায় নেমে এত কম বলে কখনো ম্যাচ শেষ করতে পারেনি ভারত।
১২ ঘণ্টা আগে