Ajker Patrika

ফুটবলারদের হাসপাতাল পাঠাচ্ছে কমলাপুরের টার্ফ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১২: ৩৩
Thumbnail image

খেলতে নামলেই চোট। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামের টার্ফ বাংলাদেশের ফুটবলারদের জন্য রীতিমতো আতঙ্ক! মানহীন এই টার্ফ নিয়ে আগেও সমালোচনা করেছেন বাইরের দলের কোচেরা। এবারের অনূর্ধ্ব-২০ নারী সাফেও কোচদের মুখে কমলাপুরের টার্ফ নিয়ে ক্ষোভ। 

টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভারতের মেয়েদের কাছে ১২ গোল হজম করেছিল ভুটান। আজ নেপালের কাছে ৪-০ গোলে হেরে বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকেই। শেষ আগামী পরশু স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে কর্মা দেমার দল। 

দুই ম্যাচে ১৬ গোল খাওয়া দলটা বাংলাদেশের বিপক্ষে কেমন খেলবে সেটা জানতে চাওয়া হয়েছিল আজ ম্যাচের পর সংবাদ সম্মেলনে। স্বাগতিক দলের বিপক্ষে ম্যাচ খেলার দুশ্চিন্তার কথা লুকাননি ভুটান কোচ কর্মা দেমা। তবে এর চেয়েও বড় শঙ্কার কথা জানালেন তিনি। বাংলাদেশের বিপক্ষে সেরা দলটা সাজাতেই নাকি হিমশিম খাচ্ছেন বলেও দাবি ভুটান কোচের। কর্মা বললেন, ‘আমি দুশ্চিন্তায় আছি। আমার দলের প্রধান গোলরক্ষক, দুই সেন্ট্রাল ডিফেন্ডার আগের ম্যাচেই চোটে পড়েছে। আজও এক ডিফেন্ডার আহত। আমার মূল দলের ৪-৫ ফুটবলার এখন আহত।’ 

ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে আহত হয়ে গোলরক্ষক নরবু জাংমো, দুই ডিফেন্ডার-গঙ্গা ঘালি ও সোনম গাকি পেলজম দলের বাইরে। নেপাল ম্যাচে চোটে পড়েছেন চন্দ্রা পোওডেল। গোলরক্ষক নরবুকে হাড় ভেঙ্গে হাসপাতালে যেতে হয়েছে বলে জানিয়েছেন কর্মা দেমা। নিজ দেশে টার্ফে খেললেও কমলাপুরের মতো ‘বাজে’ টার্ফ দেখেননি বলে মন্তব্য ভুটান কোচের। বললেন, ‘টার্ফে আমরা আগেও খেলেছি। কিন্তু এমন বাজে টার্ফ আগে কখনো দেখিনি।’ 

কমলাপুরের টার্ফের সমালোচনা করেছেন নেপালের কোচ ইয়াম প্রসাদও। বাংলাদেশের কাছে হেরে বলের সমালোচনা করেছিলেন তিনি। আজ ৪-০ গোলে জিতে মাঠের সমালোচনা তাঁর মুখে, ‘নেপালের টার্ফের সঙ্গে এখানের টার্ফের অনেক পার্থক্য। আমাদের দলের অন্যতম মূল খেলোয়াড় কুসুম খাটিওয়াদা হাঁটুতে চোট পেয়েছে। এই টার্ফ অনেক শক্ত। হ্যামস্ট্রিং, হাঁটুতে চোট, ছিলে যাওয়াসহ সব রকম চোটই আছে আমার দলে। সবই হয়েছে এই মাঠে খেলে।’ 

বিদেশি দলতো বটেই, কমলাপুরের মাঠে খেলতে চান না বাংলাদেশের পেশাদার লিগের ফুটবলাররাও। গত মৌসুমে এই মাঠেই স্বাধীনতা কাপে চোটে পড়ে এক মৌসুম মাঠের বাইরে ছিলেন ডিফেন্ডার তপু বর্মন। কমলাপুরে খেলার প্রতিবাদে নাম সরিয়ে নিয়েছিল বসুন্ধরা কিংসের মতো দল। 

ভুটান-নেপাল কোচের সমালোচনার বিষয়টি জানানো হয় বাফুফে নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণকে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার শেষ না হওয়া পর্যন্ত কমলাপুর স্টেডিয়ামের সংস্কার কাজ শুরু করা কঠিন হবে বলে জানিয়েছেন তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত