Ajker Patrika

হালান্ডের হ্যাটট্রিকেও সমস্যা দেখছেন গার্দিওলা

হালান্ডের হ্যাটট্রিকেও সমস্যা দেখছেন গার্দিওলা

গোল করার মতো হ্যাটট্রিক করাও অভ্যাস বানিয়ে ফেলেছেন আর্লিং হালান্ড। চ্যাম্পিয়নস লিগের পর এফএ কাপেও পেয়েছেন হ্যাটট্রিকের দেখা। হালান্ডের এই হ্যাটট্রিক করাতেও সমস্যা দেখছেন পেপ গার্দিওলা। 

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে লাইপজিগের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল ম্যানচেস্টার সিটি। ইতিহাদে গতকাল এফএ কাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় ম্যানচেস্টার সিটি ও বার্নলে। বার্নলেকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে ম্যান সিটি। সিটির হয়ে ষষ্ঠ হ্যাটট্রিক হালান্ড পেয়েছেন গতকাল। ৩২,৩৫ ও ৫৯ মিনিটে গোল তিনটি করেছেন নরওয়ের এই স্ট্রাইকার। প্রতি ম্যাচে গোলের বন্যা বইয়ে দেওয়া হালান্ডের ওপর ভক্তদের প্রত্যাশার চাপ বাড়বে বলে মনে করেন গার্দিওলা। সংবাদ সম্মেলনে সিটি কোচ বলেন, ‘এতে ভবিষ্যতে তার (হালান্ড) সমস্যা হবে। সবাই চাইবে যেন সে প্রতি ম্যাচে তিন গোল, চার গোল করে। এটা তো হবে না।’ 

নিয়মিত গোল করা হালান্ডকে আশাবাদী বলছেন গার্দিওলা। সিটি কোচ বলেন, ‘আমি তাকে চিনি যে সে এসব নিয়ে অত ভাবে না। সে তার জীবনে খুব ইতিবাচক। সে ভীষণ আশাবাদী।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত