৩৬ বছর পর বিশ্বকাপে কানাডা
মেক্সিকান রেফারি ফার্নান্দো গেরেরো শেষ বাঁশি বাজাতেই কানাডীয়দের আর থামায় কে! যিনি যাঁকে সামনে পাচ্ছেন, তাঁকে জড়িয়ে ধরে অভিনন্দন জানাচ্ছেন, দু চোখে বেয়ে ঝরছে আনন্দ অশ্রু। কেউ কেউ গ্যালারিতে গিয়ে স্ত্রী-সন্তানদের চুম্বন করছেন। যেন টরোন্টোর বিএমও ফিল্ড হয়ে উঠেছিল স্বপ্নপূরণের মঞ্চ।