প্রথমবারের এবারের ফুটবল বিশ্বকাপ হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে। সাধারণত ফুটবল বিশ্বকাপ হয় জুন-জুলাইয়ে তবে এবারই প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হবে নভেম্বর ডিসেম্বর। বিশ্বকাপে দেখা যাবে আরেকটি প্রথমবার ঘটনা। কাতার বিশ্বকাপেই প্রথমবারের মতো নারী রেফারিকে ম্যাচ পরিচালনা করতে দেখা যাবে। বিশ্ব আসরে অফিশিয়াল রেফারির তালিকায় আছেন ৬ নারী।
বিশ্বকাপকে সামনে রেখে আজ ১২৯ জন রেফারির নাম ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। যেখানে ফিফা তিন নারী রেফারি ও তিন সহকারী নারী রেফারি নির্বাচন করেছে ।
গ্রুপপর্বের একাধিক ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন— ফ্রান্সের স্তেফানি ফ্রাপার্ট, রুয়ান্ডার সালিমা মুকাসানগা এবং জাপানের ইউশিমি ইয়ামাশিতা। আর সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্রাজিলের নেউসা বাক, মেক্সিকোর কারেন দিয়াস মেদিনা এবং যুক্তরাষ্ট্রের ক্যাথরিন নেসবিট।
ফিফার রেফারি কমিটির চেয়ারম্যান পিয়ারলুইগি কলিনা জানিয়েছেন, দক্ষতাকে বিবেচনায় নিয়ে এই নারী রেফারিদের নির্বাচন করা হয়েছে। তিনি বলেছেন, ‘বরাবরের মতো রেফারি নির্বাচনের আমরা গুণগত মানকে প্রাধান্য দিয়েছি। নির্বাচিত রেফারিরা ম্যাচ পরিচালনায় বিশ্বব্যাপী প্রতিনিধিত্ব করেছে। তা ছাড়া এখানে আমরা নারী-পুরুষের বিষয়টি মাথায় না নিয়ে মানের ওপর জোর দিতে চেয়েছি।’
সব মিলিয়ে কাতার বিশ্বকাপে ৩৬ জন রেফারি, ৬৯ জন সহকারী রেফারি এবং ২৪ জন ভিডিও ম্যাচ অফিশিয়াল নির্বাচন করেছে ফিফা।
প্রথমবারের এবারের ফুটবল বিশ্বকাপ হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে। সাধারণত ফুটবল বিশ্বকাপ হয় জুন-জুলাইয়ে তবে এবারই প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হবে নভেম্বর ডিসেম্বর। বিশ্বকাপে দেখা যাবে আরেকটি প্রথমবার ঘটনা। কাতার বিশ্বকাপেই প্রথমবারের মতো নারী রেফারিকে ম্যাচ পরিচালনা করতে দেখা যাবে। বিশ্ব আসরে অফিশিয়াল রেফারির তালিকায় আছেন ৬ নারী।
বিশ্বকাপকে সামনে রেখে আজ ১২৯ জন রেফারির নাম ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। যেখানে ফিফা তিন নারী রেফারি ও তিন সহকারী নারী রেফারি নির্বাচন করেছে ।
গ্রুপপর্বের একাধিক ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন— ফ্রান্সের স্তেফানি ফ্রাপার্ট, রুয়ান্ডার সালিমা মুকাসানগা এবং জাপানের ইউশিমি ইয়ামাশিতা। আর সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্রাজিলের নেউসা বাক, মেক্সিকোর কারেন দিয়াস মেদিনা এবং যুক্তরাষ্ট্রের ক্যাথরিন নেসবিট।
ফিফার রেফারি কমিটির চেয়ারম্যান পিয়ারলুইগি কলিনা জানিয়েছেন, দক্ষতাকে বিবেচনায় নিয়ে এই নারী রেফারিদের নির্বাচন করা হয়েছে। তিনি বলেছেন, ‘বরাবরের মতো রেফারি নির্বাচনের আমরা গুণগত মানকে প্রাধান্য দিয়েছি। নির্বাচিত রেফারিরা ম্যাচ পরিচালনায় বিশ্বব্যাপী প্রতিনিধিত্ব করেছে। তা ছাড়া এখানে আমরা নারী-পুরুষের বিষয়টি মাথায় না নিয়ে মানের ওপর জোর দিতে চেয়েছি।’
সব মিলিয়ে কাতার বিশ্বকাপে ৩৬ জন রেফারি, ৬৯ জন সহকারী রেফারি এবং ২৪ জন ভিডিও ম্যাচ অফিশিয়াল নির্বাচন করেছে ফিফা।
তৃণমুল ফুটবলে উন্নতি দেখিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) পুরস্কার পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ব্রোঞ্জ ক্যাটাগরিতে ভিয়েতনাম ফুটবল ফেডারেশন ও নর্দার্ন মারিয়ানা ফুটবল অ্যাসোসিয়েশনকে টপকে সেরা হয়েছে তারা।
৫ ঘণ্টা আগেবছরখানেক আগে টেস্ট অভিষেক হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনের। এবার ওয়ানডে দলের জার্সি গায়ে তোলার অপেক্ষায় এই উইকেটরক্ষক ব্যাটার। তাঁকে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনায় রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেল।
৮ ঘণ্টা আগেএএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ‘সি’ গ্রুপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। নিয়মরক্ষার ম্যাচে আগামী ১৮ নভেম্বের ভারতকে আতিথেয়তা দেবে হ্যাভিয়ের কাবরেরার দল। প্রতিবেশী দেশের বিপক্ষে সে ম্যাচের অপেক্ষায় আছেন দলের সেরা তারকা ফুটবলার হামজা চৌধুরী।
৮ ঘণ্টা আগে২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০ দল চূড়ান্ত হয়েছে আজ। সবশেষ দল হিসেবে বিশ্বকাপের টিকিট কেটেছে সংযুক্ত আরব আমিরাত। আজ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাইয়ে জাপানকে ৮ উইকেটে হারিয়ে আমিরাত বিশ্বকাপ খেলা নিশ্চিত করে। টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে।
৯ ঘণ্টা আগে