ক্রীড়া ডেস্ক
প্রথমবারের এবারের ফুটবল বিশ্বকাপ হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে। সাধারণত ফুটবল বিশ্বকাপ হয় জুন-জুলাইয়ে তবে এবারই প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হবে নভেম্বর ডিসেম্বর। বিশ্বকাপে দেখা যাবে আরেকটি প্রথমবার ঘটনা। কাতার বিশ্বকাপেই প্রথমবারের মতো নারী রেফারিকে ম্যাচ পরিচালনা করতে দেখা যাবে। বিশ্ব আসরে অফিশিয়াল রেফারির তালিকায় আছেন ৬ নারী।
বিশ্বকাপকে সামনে রেখে আজ ১২৯ জন রেফারির নাম ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। যেখানে ফিফা তিন নারী রেফারি ও তিন সহকারী নারী রেফারি নির্বাচন করেছে ।
গ্রুপপর্বের একাধিক ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন— ফ্রান্সের স্তেফানি ফ্রাপার্ট, রুয়ান্ডার সালিমা মুকাসানগা এবং জাপানের ইউশিমি ইয়ামাশিতা। আর সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্রাজিলের নেউসা বাক, মেক্সিকোর কারেন দিয়াস মেদিনা এবং যুক্তরাষ্ট্রের ক্যাথরিন নেসবিট।
ফিফার রেফারি কমিটির চেয়ারম্যান পিয়ারলুইগি কলিনা জানিয়েছেন, দক্ষতাকে বিবেচনায় নিয়ে এই নারী রেফারিদের নির্বাচন করা হয়েছে। তিনি বলেছেন, ‘বরাবরের মতো রেফারি নির্বাচনের আমরা গুণগত মানকে প্রাধান্য দিয়েছি। নির্বাচিত রেফারিরা ম্যাচ পরিচালনায় বিশ্বব্যাপী প্রতিনিধিত্ব করেছে। তা ছাড়া এখানে আমরা নারী-পুরুষের বিষয়টি মাথায় না নিয়ে মানের ওপর জোর দিতে চেয়েছি।’
সব মিলিয়ে কাতার বিশ্বকাপে ৩৬ জন রেফারি, ৬৯ জন সহকারী রেফারি এবং ২৪ জন ভিডিও ম্যাচ অফিশিয়াল নির্বাচন করেছে ফিফা।
প্রথমবারের এবারের ফুটবল বিশ্বকাপ হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে। সাধারণত ফুটবল বিশ্বকাপ হয় জুন-জুলাইয়ে তবে এবারই প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হবে নভেম্বর ডিসেম্বর। বিশ্বকাপে দেখা যাবে আরেকটি প্রথমবার ঘটনা। কাতার বিশ্বকাপেই প্রথমবারের মতো নারী রেফারিকে ম্যাচ পরিচালনা করতে দেখা যাবে। বিশ্ব আসরে অফিশিয়াল রেফারির তালিকায় আছেন ৬ নারী।
বিশ্বকাপকে সামনে রেখে আজ ১২৯ জন রেফারির নাম ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। যেখানে ফিফা তিন নারী রেফারি ও তিন সহকারী নারী রেফারি নির্বাচন করেছে ।
গ্রুপপর্বের একাধিক ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন— ফ্রান্সের স্তেফানি ফ্রাপার্ট, রুয়ান্ডার সালিমা মুকাসানগা এবং জাপানের ইউশিমি ইয়ামাশিতা। আর সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্রাজিলের নেউসা বাক, মেক্সিকোর কারেন দিয়াস মেদিনা এবং যুক্তরাষ্ট্রের ক্যাথরিন নেসবিট।
ফিফার রেফারি কমিটির চেয়ারম্যান পিয়ারলুইগি কলিনা জানিয়েছেন, দক্ষতাকে বিবেচনায় নিয়ে এই নারী রেফারিদের নির্বাচন করা হয়েছে। তিনি বলেছেন, ‘বরাবরের মতো রেফারি নির্বাচনের আমরা গুণগত মানকে প্রাধান্য দিয়েছি। নির্বাচিত রেফারিরা ম্যাচ পরিচালনায় বিশ্বব্যাপী প্রতিনিধিত্ব করেছে। তা ছাড়া এখানে আমরা নারী-পুরুষের বিষয়টি মাথায় না নিয়ে মানের ওপর জোর দিতে চেয়েছি।’
সব মিলিয়ে কাতার বিশ্বকাপে ৩৬ জন রেফারি, ৬৯ জন সহকারী রেফারি এবং ২৪ জন ভিডিও ম্যাচ অফিশিয়াল নির্বাচন করেছে ফিফা।
বিপিএলের গ্রুপ পর্বের খেলা শেষে চূড়ান্ত হয়ে গেছে প্লে-অফের লাইনআপ। প্রথম কোয়ালিফায়ারে লিগ টেবিলের শীর্ষে থাকা ফরচুন বরিশালের বিপক্ষে খেলবে লিগ টেবিলের দুয়ে থাকা চিটাগং কিংস। আর লিগ টেবিলের ৩ ও ৪ নম্বরে থাকা রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স খেলবে এলিমিনেটরে। আগামীকালই দিনে এলিমিনেটর ও রাতে প্রথম কোয়াল
৯ ঘণ্টা আগেশেষ দিকে চলে এসেছে বিপিএল। শেষ চারের লড়াই শুরু হচ্ছে আগামীকাল। এবারের বিপিএলে খেলার চেয়ে ‘ধুলা’ এত বেশি উড়ছে, মাঠে ভালো পারফরম্যান্সেও হারিয়ে যাওয়ার উপক্রম। মহা বিতর্কিত বিপিএলের মাধ্যমে দেশের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে, সেটির দায় স্বীকার করে নিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও বিসিবি সভা
১০ ঘণ্টা আগেবিপিএলের প্লে-অফের একটি জায়গা নিয়ে লড়াই চলছিল দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্সের সঙ্গে। তবে বাঁচা-মরার লড়াইয়ে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে উড়িয়ে প্লে-অফের শেষ টিকিটটা নিশ্চিত করল খুলনাই। মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরম্যান
১৫ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের খেলা শেষেই পরাজয় চোখ রাঙাচ্ছিল শ্রীলঙ্কাকে। বৃষ্টি-আশীর্বাদে তৃতীয় দিন ম্যাচের মীমাংসা না হলেও আজ ইনিংস এবং ২৪২ রানে হেরেছে শ্রীলঙ্কা। দেশটির টেস্ট ইতিহাসে ইনিংস ব্যবধানে এটাই সবচেয়ে বড় হার। আর শ্রীলঙ্কার বিপক্ষে এটাই সবচেয়ে বড় জয় অস্ট্রেলিয়ার।
১৫ ঘণ্টা আগে