Ajker Patrika

রাশিয়াকে ফুটবল থেকে নির্বাসনে পাঠাল ফিফা ও উয়েফা

রাশিয়াকে ফুটবল থেকে নির্বাসনে পাঠাল ফিফা ও উয়েফা

ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে বিশ্ব ও ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও উয়েফা। এক বিবৃতিতে ফিফা এবং উয়েফার সব ধরনের প্রতিযোগিতা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে রাশিয়ার জাতীয় দল, প্রতিনিধি দল এবং ক্লাবগুলোকে। এর আগে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) ক্রীড়া সংস্থাগুলোকে পরামর্শ দিয়েছে রাশিয়ান ও বেলারুশিয়ান অ্যাথলেটদের আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার। 

ফিফা কাউন্সিলের ব্যুরো এবং উয়েফা নির্বাহী কমিটি দ্বারা এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘ফুটবল বিশ্ব পুরোপুরি ঐক্যবদ্ধ আছে এবং ইউক্রেনের ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সম্পূর্ণ সংহতি প্রকাশ করছে। দুই সভাপতি আশা করছে, ইউক্রেনের পরিস্থিতির উল্লেখযোগ্যভাবে এবং দ্রুততম সময়ে উন্নতি হবে। আর ফুটবল আবার মানুষের মাঝে ঐক্য ও শান্তির নির্দেশক হবে।’ 

এর আগে অবশ্য রাশিয়ার ওপর ভিন্ন বিধিনিষেধ জারি করেছিল ফিফা। যেখানে বলা হয়েছিল, দেশটিতে আপাতত হবে না কোনো আন্তর্জাতিক ম্যাচ। নিরপেক্ষ ভেন্যুতেও নিজেদের পতাকা ও জাতীয় সংগীত ছাড়া ফুটবল ইউনিয়ন অব রাশিয়া নামে খেলতে হবে তাদের।  

তবে এই শাস্তি ঘোষণার পর সমালোচনার মুখে পড়ে ফিফা। ফিফার সিদ্ধান্তকে ‘পুরোপুরি অগ্রহণযোগ্য’ হিসেবে উল্লেখ করেছেন পোলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সেসারে কুলেসা। বলেছেন, ‘আমরা এই ম্যাচে অংশ নিতে আগ্রহী নই। আমাদের অবস্থান আগের মতোই। দলের নাম যাই হোক না কেন, পোল্যান্ড ফুটবল দল রাশিয়ার সঙ্গে খেলবে না।’  সমালোচনার মুখে এখন আরও কঠিন সিদ্ধান্ত নিতে হলো ফিফাকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত