ক্রীড়া ডেস্ক
বিশ্বে মুসলিম সংখ্যাগরিষ্ঠ ও ইসলামি অনুশাসন মেনে চলা দেশগুলোর মধ্যে কাতার একটি। এবারের বিশ্বকাপ ফুটবল হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের এ দেশেই।
তবে ফুটবল মহাযজ্ঞ শুরুর আগেই সমকামীদের কাতারভ্রমণ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। আয়োজক কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছে, বিশ্বকাপে থাকবে না কোনো সমকামী পতাকা (রেইনবো ফ্ল্যাগ)।
কাতারে সমকামী বিয়ে বা সম্পর্ক নিষিদ্ধ। তবে বিশ্বকাপের স্বার্থে সমকামী জুটিকে গ্রহণ করা হলেও নিরাপত্তার স্বার্থে রংধনু পতাকা না রাখার পক্ষে আয়োজকেরা। বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্রয়ের কদিন পরেই এসেছে এই ঘোষণা।
কাতারের জাতীয় সন্ত্রাস দমন কমিটির চেয়ারম্যান ও নিরাপত্তা বিভাগের প্রধান মেজর জেনারেল আবদুল আজিজ আবদুল্লাহ আল আনসারি জানিয়েছেন, সমকামীদের সম্মান জানিয়েই বিশ্বকাপের আটটি ভেন্যুতে ঢুকতে দেওয়া হবে। কিন্তু তাদের সিদ্ধান্তকে সমর্থন করতে হবে।
আল আনসারি বলেছেন, ‘আমরা সমকামী দম্পতিকে অপমান করতে চাই না। কিন্তু তারা যদি রংধনু পতাকা নিয়ে আসে, আর তাদের ওপর আক্রমণ করা হয়; তাহলে রক্ষার দায়িত্ব আমাদের নয়। এখানকার মানুষের আচরণের গ্যারান্টি আমি দিতে পারি না।’
কাতারের ধর্মীয় সংস্কৃতির দিকটিও তুলে ধরেছেন আল আনসারি, ‘আপনারা (সমকামীরা) নিজেদের পরিচয় ও পতাকা এমন সমাজে প্রদর্শন করুন, যেখানে এটি গ্রহণযোগ্য ও বৈধ। আমাদের সমাজে এসবের স্থান নেই। টিকিট কেটে খেলা দেখতে আসা কারও মনে কী চলে, তা আমরা জানি না।’
দোহার প্রদর্শনী ও সম্মেলনে কেন্দ্রে আয়োজিত ড্র অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও কাতারের মাঠে সবাইকে খেলা দেখার আমন্ত্রণ জানিয়েছেন।
আল আনসারিও বিশ্বকাপে পর্যটকদের দুর্দান্ত সময় কাটানোর নিশ্চয়তা দিলেও সমকামীদের শেষবার সতর্ক করেছেন, ‘আপনারা রুম ভাড়া নিন, একসঙ্গে ঘুমান, ঘুরে বেড়ান, বিশ্বকাপ উপভোগ করুন। এতে উদ্বেগের কিছু নেই। কিন্তু কাতারের ধর্মীয় সংস্কৃতিতে আঘাত দেবেন না।’
বিশ্বে মুসলিম সংখ্যাগরিষ্ঠ ও ইসলামি অনুশাসন মেনে চলা দেশগুলোর মধ্যে কাতার একটি। এবারের বিশ্বকাপ ফুটবল হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের এ দেশেই।
তবে ফুটবল মহাযজ্ঞ শুরুর আগেই সমকামীদের কাতারভ্রমণ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। আয়োজক কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছে, বিশ্বকাপে থাকবে না কোনো সমকামী পতাকা (রেইনবো ফ্ল্যাগ)।
কাতারে সমকামী বিয়ে বা সম্পর্ক নিষিদ্ধ। তবে বিশ্বকাপের স্বার্থে সমকামী জুটিকে গ্রহণ করা হলেও নিরাপত্তার স্বার্থে রংধনু পতাকা না রাখার পক্ষে আয়োজকেরা। বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্রয়ের কদিন পরেই এসেছে এই ঘোষণা।
কাতারের জাতীয় সন্ত্রাস দমন কমিটির চেয়ারম্যান ও নিরাপত্তা বিভাগের প্রধান মেজর জেনারেল আবদুল আজিজ আবদুল্লাহ আল আনসারি জানিয়েছেন, সমকামীদের সম্মান জানিয়েই বিশ্বকাপের আটটি ভেন্যুতে ঢুকতে দেওয়া হবে। কিন্তু তাদের সিদ্ধান্তকে সমর্থন করতে হবে।
আল আনসারি বলেছেন, ‘আমরা সমকামী দম্পতিকে অপমান করতে চাই না। কিন্তু তারা যদি রংধনু পতাকা নিয়ে আসে, আর তাদের ওপর আক্রমণ করা হয়; তাহলে রক্ষার দায়িত্ব আমাদের নয়। এখানকার মানুষের আচরণের গ্যারান্টি আমি দিতে পারি না।’
কাতারের ধর্মীয় সংস্কৃতির দিকটিও তুলে ধরেছেন আল আনসারি, ‘আপনারা (সমকামীরা) নিজেদের পরিচয় ও পতাকা এমন সমাজে প্রদর্শন করুন, যেখানে এটি গ্রহণযোগ্য ও বৈধ। আমাদের সমাজে এসবের স্থান নেই। টিকিট কেটে খেলা দেখতে আসা কারও মনে কী চলে, তা আমরা জানি না।’
দোহার প্রদর্শনী ও সম্মেলনে কেন্দ্রে আয়োজিত ড্র অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও কাতারের মাঠে সবাইকে খেলা দেখার আমন্ত্রণ জানিয়েছেন।
আল আনসারিও বিশ্বকাপে পর্যটকদের দুর্দান্ত সময় কাটানোর নিশ্চয়তা দিলেও সমকামীদের শেষবার সতর্ক করেছেন, ‘আপনারা রুম ভাড়া নিন, একসঙ্গে ঘুমান, ঘুরে বেড়ান, বিশ্বকাপ উপভোগ করুন। এতে উদ্বেগের কিছু নেই। কিন্তু কাতারের ধর্মীয় সংস্কৃতিতে আঘাত দেবেন না।’
বিপিএলের গ্রুপ পর্বের খেলা শেষে চূড়ান্ত হয়ে গেছে প্লে-অফের লাইনআপ। প্রথম কোয়ালিফায়ারে লিগ টেবিলের শীর্ষে থাকা ফরচুন বরিশালের বিপক্ষে খেলবে লিগ টেবিলের দুয়ে থাকা চিটাগং কিংস। আর লিগ টেবিলের ৩ ও ৪ নম্বরে থাকা রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স খেলবে এলিমিনেটরে। আগামীকালই দিনে এলিমিনেটর ও রাতে প্রথম কোয়াল
৯ ঘণ্টা আগেশেষ দিকে চলে এসেছে বিপিএল। শেষ চারের লড়াই শুরু হচ্ছে আগামীকাল। এবারের বিপিএলে খেলার চেয়ে ‘ধুলা’ এত বেশি উড়ছে, মাঠে ভালো পারফরম্যান্সেও হারিয়ে যাওয়ার উপক্রম। মহা বিতর্কিত বিপিএলের মাধ্যমে দেশের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে, সেটির দায় স্বীকার করে নিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও বিসিবি সভা
১০ ঘণ্টা আগেবিপিএলের প্লে-অফের একটি জায়গা নিয়ে লড়াই চলছিল দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্সের সঙ্গে। তবে বাঁচা-মরার লড়াইয়ে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে উড়িয়ে প্লে-অফের শেষ টিকিটটা নিশ্চিত করল খুলনাই। মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরম্যান
১৫ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের খেলা শেষেই পরাজয় চোখ রাঙাচ্ছিল শ্রীলঙ্কাকে। বৃষ্টি-আশীর্বাদে তৃতীয় দিন ম্যাচের মীমাংসা না হলেও আজ ইনিংস এবং ২৪২ রানে হেরেছে শ্রীলঙ্কা। দেশটির টেস্ট ইতিহাসে ইনিংস ব্যবধানে এটাই সবচেয়ে বড় হার। আর শ্রীলঙ্কার বিপক্ষে এটাই সবচেয়ে বড় জয় অস্ট্রেলিয়ার।
১৫ ঘণ্টা আগে