কোপা আমেরিকা ফাইনালের পর গত বছর ব্রাজিল-আর্জেন্টিনার আরেকটি ‘মহারণ’ দেখার অপেক্ষায় ছিল ফুটবল বিশ্ব। মহারণ হয়েছে ঠিকই, তবে অন্যভাবে।
সাও পাওলোতে গত ৫ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে নিজেদের ফুটবলশৈলী দেখাতেই নেমেছিলেন নেইমার জুনিয়র-লিওনেল মেসিরা। কিন্তু খেলা ৭ মিনিট গড়াতেই শুরু হয় মহানাটক।
বাগড়া দেন ব্রাজিলের জাতীয় স্বাস্থ্য তত্ত্বাবধানের কর্তারা। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা আর্জেন্টিনার চার খেলোয়াড়ের বিরুদ্ধে কোয়ারেন্টিনের নিয়ম ভাঙার অভিযোগ আনেন তাঁরা। সেদিন তাঁদের আপত্তির মুখে সেখানেই বন্ধ হয়ে যায় দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ধ্রুপদি লড়াই।
ম্যাচটি আনুষ্ঠানিকভাবে স্থগিত হয়ে যাওয়ার পর রেফারি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা ফিফার কাছে নিজেদের প্রতিবেদন দেন। দক্ষিণ আমেরিকান ফুটবল সংস্থাও (কনমেবল) ম্যাচের ভাগ্য ফিফার হাতে ছেড়ে দেয়।
সবকিছু তদন্ত ও পর্যালোচনা করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা আজ জানিয়েছে, স্থগিত হওয়া ম্যাচ নতুন করে মাঠে গড়াবে।
পণ্ড হয়ে যাওয়া ম্যাচে চার আর্জেন্টাইন খেলোয়াড় এমিলিয়ানো মার্টিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো, জিওভানি লো সেলসো ও এমিলিয়ানো বুয়েন্দিয়ার বিরুদ্ধে কোয়ারেন্টিন নিয়ম ভঙ্গের অভিযোগ আগেই এনেছিল ব্রাজিলের স্বাস্থ্য বিভাগ। ওই দিন তাঁদের আটকেরও উদ্যোগ নেয় তারা। এই চার ফুটবলারের প্রত্যেককে দুই ম্যাচ করে নিষিদ্ধ করেছে ফিফা।
এ ছাড়া নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় এবং নির্দেশনা মানতে না পারায় ব্রাজিল ফুটবল অ্যাসোসিয়েশনকে (সিবিএফ) ৫ লাখ সুইস ফ্রাঁ (৪ কোটি ৬৫ লাখ টাকা) জরিমানা করেছে ফিফা।
আর করোনাবিধি ভেঙে চার ফুটবলারকে মাঠে নামানোয় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) করা হয়েছে ২ লাখ সুইস ফ্রাঁ (১ কোটি ৮৬ লাখ টাকা) জরিমানা।
এখানেই শেষ নয়। ম্যাচ স্থগিত হওয়ার শাস্তিস্বরূপ দুই দলকেই ৫০ হাজার সুইস ফ্রাঁ (৪৬ লাখ ৫২ হাজার টাকা) জরিমানা দিতে হবে।
ফিফার এমন সিদ্ধান্তকে ‘লঘু পাপে গুরু দণ্ড’ মনে করছে এএফএ। এর বিরুদ্ধে শিগগিরই আপিল করা হবে বলে জানিয়েছেন সভাপতি ক্লদিও তাপিয়ে।
ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচটি নতুন করে কবে, কোথায় হবে, সে ব্যাপারে কিছু জানায়নি ফিফা। তবে মার্চের উইন্ডোতে যে হচ্ছে না, তা একপ্রকার নিশ্চিত। কারণ আগামী মাসের শেষ সপ্তাহে দুই দলের আলাদা প্রতিপক্ষদের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ আছে।
দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইয়ে শীর্ষ দুইয়ে থাকা ব্রাজিল (৩৯ পয়েন্ট) ও আর্জেন্টিনা (৩৫ পয়েন্ট) অনেক আগেই কাতার বিশ্বকাপ নিশ্চিত করে ফেলেছে।
কোপা আমেরিকা ফাইনালের পর গত বছর ব্রাজিল-আর্জেন্টিনার আরেকটি ‘মহারণ’ দেখার অপেক্ষায় ছিল ফুটবল বিশ্ব। মহারণ হয়েছে ঠিকই, তবে অন্যভাবে।
সাও পাওলোতে গত ৫ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে নিজেদের ফুটবলশৈলী দেখাতেই নেমেছিলেন নেইমার জুনিয়র-লিওনেল মেসিরা। কিন্তু খেলা ৭ মিনিট গড়াতেই শুরু হয় মহানাটক।
বাগড়া দেন ব্রাজিলের জাতীয় স্বাস্থ্য তত্ত্বাবধানের কর্তারা। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা আর্জেন্টিনার চার খেলোয়াড়ের বিরুদ্ধে কোয়ারেন্টিনের নিয়ম ভাঙার অভিযোগ আনেন তাঁরা। সেদিন তাঁদের আপত্তির মুখে সেখানেই বন্ধ হয়ে যায় দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ধ্রুপদি লড়াই।
ম্যাচটি আনুষ্ঠানিকভাবে স্থগিত হয়ে যাওয়ার পর রেফারি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা ফিফার কাছে নিজেদের প্রতিবেদন দেন। দক্ষিণ আমেরিকান ফুটবল সংস্থাও (কনমেবল) ম্যাচের ভাগ্য ফিফার হাতে ছেড়ে দেয়।
সবকিছু তদন্ত ও পর্যালোচনা করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা আজ জানিয়েছে, স্থগিত হওয়া ম্যাচ নতুন করে মাঠে গড়াবে।
পণ্ড হয়ে যাওয়া ম্যাচে চার আর্জেন্টাইন খেলোয়াড় এমিলিয়ানো মার্টিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো, জিওভানি লো সেলসো ও এমিলিয়ানো বুয়েন্দিয়ার বিরুদ্ধে কোয়ারেন্টিন নিয়ম ভঙ্গের অভিযোগ আগেই এনেছিল ব্রাজিলের স্বাস্থ্য বিভাগ। ওই দিন তাঁদের আটকেরও উদ্যোগ নেয় তারা। এই চার ফুটবলারের প্রত্যেককে দুই ম্যাচ করে নিষিদ্ধ করেছে ফিফা।
এ ছাড়া নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় এবং নির্দেশনা মানতে না পারায় ব্রাজিল ফুটবল অ্যাসোসিয়েশনকে (সিবিএফ) ৫ লাখ সুইস ফ্রাঁ (৪ কোটি ৬৫ লাখ টাকা) জরিমানা করেছে ফিফা।
আর করোনাবিধি ভেঙে চার ফুটবলারকে মাঠে নামানোয় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) করা হয়েছে ২ লাখ সুইস ফ্রাঁ (১ কোটি ৮৬ লাখ টাকা) জরিমানা।
এখানেই শেষ নয়। ম্যাচ স্থগিত হওয়ার শাস্তিস্বরূপ দুই দলকেই ৫০ হাজার সুইস ফ্রাঁ (৪৬ লাখ ৫২ হাজার টাকা) জরিমানা দিতে হবে।
ফিফার এমন সিদ্ধান্তকে ‘লঘু পাপে গুরু দণ্ড’ মনে করছে এএফএ। এর বিরুদ্ধে শিগগিরই আপিল করা হবে বলে জানিয়েছেন সভাপতি ক্লদিও তাপিয়ে।
ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচটি নতুন করে কবে, কোথায় হবে, সে ব্যাপারে কিছু জানায়নি ফিফা। তবে মার্চের উইন্ডোতে যে হচ্ছে না, তা একপ্রকার নিশ্চিত। কারণ আগামী মাসের শেষ সপ্তাহে দুই দলের আলাদা প্রতিপক্ষদের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ আছে।
দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইয়ে শীর্ষ দুইয়ে থাকা ব্রাজিল (৩৯ পয়েন্ট) ও আর্জেন্টিনা (৩৫ পয়েন্ট) অনেক আগেই কাতার বিশ্বকাপ নিশ্চিত করে ফেলেছে।
২০০ মিটার স্প্রিন্টে মৌসুমের সেরা টাইমিং করলেন নোয়া লাইলস। যুক্তরাষ্ট্রের ট্রায়ালে গতকাল এই ইভেন্টে ২৮ বছর বয়সী লাইলস সময় নিয়েছেন ১৯ দশমিক ৬৩ সেকেন্ড। আগামী মাসে টোকিওতে শুরু হতে যাওয়া বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নসশিপের আগে এই টাইমিংটা লাইলসের জন্য খুশি হওয়ার মতোই।
১ ঘণ্টা আগেআগস্টে ঢাকায় আসার কথা ছিল ভারতের। কিন্তু সিরিজটি এক বছর পিছিয়েছে দুই বোর্ড। এশিয়া কাপের আগে বিসিবি তাই ফাঁকা সময়টায় ক্রিকেটারদের বিশ্রামে রাখতে চায়নি। বড় দলগুলো ব্যস্ত থাকায় শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের দ্বারস্থ হতে হয় বিসিবিকে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৬ আগস্ট ঢাকায় আসছে ডাচরা।
২ ঘণ্টা আগেবাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাচন হবে আগামী ৪ সেপ্টেম্বর। আজ (শনিবার) বিকেলে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত অ্যাডহক কমিটির বৈঠকে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু এই নির্বাচনে তামিম ইকবাল কি কোনো প্রার্থী হবেন? বিশেষ করে তাঁর সভাপতি
৩ ঘণ্টা আগেসিঙ্গাপুর ম্যাচ ঘিরে কতই উন্মাদনা ছিল। কিন্তু সেসব বিষাদে পরিণত হয় ঘরের মাঠে বাংলাদেশের ২-১ গোলের হারে। প্রায় দুই মাস পেরোলেও সেই হারের রেশ এখনো কাটেনি। কোচ হাভিয়ের কাবরেরা প্রশ্নের মুখে পড়েছেন বারংবার। তাঁর কৌশল নিয়ে খোদ বাফুফের ভেতরেই চলছে সমালোচনা।
৩ ঘণ্টা আগে