‘সীমান্ত অরক্ষিত রেখে কোনো স্বাধীনতাই স্বাধীনতা না’
ফেলানী ছিল আমাদের বোন, আজ থেকে ১১ বছর আগে সিমান্তে ঝুলে ছিল তার লাশ। আমাদের বন্ধুপ্রতীম রাষ্ট্র বলে পরিচয় দেয় ভারত, আমাদের বোন যখন সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আসছিল তখন পাখির মতো গুলি করে তাকে হত্যা করা হয়। ভারত আমাদের বাঁধ দিয়ে কষ্ট দেয়, সীমান্তে পাখির মতো গুলি করে হত্যা করে, আমাদের পানিতে মারে, ভা