Ajker Patrika

'প্রশ্ন ফাঁস ও হুটহাট পরীক্ষা স্থগিত করে চাকরিপ্রত্যাশীদের সঙ্গে তামাশা করা হচ্ছে'

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১৯: ১৮
'প্রশ্ন ফাঁস ও হুটহাট পরীক্ষা স্থগিত করে চাকরিপ্রত্যাশীদের সঙ্গে তামাশা করা হচ্ছে'

সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী (ইউনিয়ন) পদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য যশোর থেকে পাঁচ বান্ধবীর সঙ্গে ঢাকায় আসেন শ্রাবণী। কিন্তু বৃহস্পতিবার রাতে পরীক্ষার এক দিন আগে তা স্থগিত হওয়ায় বিপাকে পড়েছেন তাঁরা। 

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদ সাম্প্রতিক বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন ফাঁস হওয়ার প্রতিবাদে এক মানববন্ধনে শ্রাবণী বলেন, ‘গত পাঁচ দিন ঘোরাফেরা করেও আমরা ট্রেনের টিকিট পাইনি। পরে আমরা একপ্রকার ট্রেনে ঝুলে ঢাকায় এসেছি। ঢাকায় আমাদের কোনো আত্মীয়স্বজন নেই। অথচ গতকাল হঠাৎ করে আমাদের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আমরা যারা বেকার আছি, তাদের কথা একবার চিন্তা করেন, আমরা কত কষ্টে আছি। না খেয়ে, ১০ ঘণ্টা জ্যামে পড়ে কেউ যদি এসে শোনে পরীক্ষা স্থগিত হয়েছে, তাহলে বোঝেন তার কেমন কষ্ট হয়!’ 

এই চাকরিপ্রত্যাশী আরও বলেন, ‘ঊর্ধ্বতন কর্মকর্তারা কি আমাদের এই কষ্টের অবস্থা দেখছেন না? তাঁরা এর মাধ্যমে চাকরিপ্রত্যাশীদের সঙ্গে তামাশা করছেন। আবার এক দিনে ২১টা পরীক্ষাও হচ্ছে। আমাদের পক্ষে কি এত পরীক্ষায় অংশগ্রহণ সম্ভব? আমাদের কথা শোনার জন্য কি কেউ নেই?’ 

মানববন্ধনে সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদের সমন্বয়ক মো. মানিক হোসেন রিপন বলেন, ‘প্রশ্ন ফাঁস একটি হাস্যকর ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এটা আমাদের মতো বেকার যুবকদের জন্য খুবই কষ্টের। আমরা যোগ্যতার ভিত্তিতে পরীক্ষা দিয়ে চাকরি চাই। আমরা সমাজসেবা অধিদপ্তরের প্রশ্ন ফাঁসের তীব্র নিন্দা জানাই। যে সময় আমাদের বেকারদের অস্তিত্ব সংকটে, সে সময় চাকরিতে আবেদন ফি ১ হাজার থেকে ২ হাজার নির্ধারণ করা কতটা কষ্টের তা বলে বোঝানো যাবে না।’ 

মানববন্ধনে চারটি দাবি পেশ করা হয়। দাবিগুলো হলো—সব চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধি করতে হবে। নিয়োগে দুর্নীতি জালিয়াতি বন্ধ করতে হবে, নিয়োগ পরীক্ষার (প্রিলি ও লিখিত) প্রাপ্ত নম্বরসহ ফলাফল প্রকাশ করতে হবে। চাকরিতে আবেদনের ফি সর্বোচ্চ ১০০ টাকা নির্ধারণ করাতে হবে এবং একই সময়ে একাধিক নিয়োগ পরীক্ষা বন্ধ করে সমন্বিত নিয়োগ পরীক্ষার ব্যবস্থা করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি কাল, পরীক্ষা তিন ইউনিটে

ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ: ‘‎মব’ তৈরি করে হামলার চেষ্টা, উদ্ধার কার্যক্রম বন্ধ

বিয়ামে এসি বিস্ফোরণ নয়, নথি পোড়াতে গিয়ে আগুনে পুড়ে মরেন দুজন: পিবিআই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত