Ajker Patrika

সভাপতি কামাল সম্পাদক মাসুম

ঘাটাইল প্রতিনিধি
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১৫: ৪৪
সভাপতি কামাল সম্পাদক মাসুম

ঘাটাইল প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা অডিটোরিয়ামে ভোটগ্রহণ হয়। এতে মোহাম্মদ কামাল হোসেন সভাপতি এবং মো. মাসুম মিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। এর আগে প্রেসক্লাবের সদ্য বিদায়ী সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন ঘাটাইল প্রেসক্লাবের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান মিয়া। এতে প্রধান অতিথি ছিলেন ঘাটাইলের সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম সরকার, ঘাটাইল পৌরসভার মেয়র শহীদুজ্জামান খান, ঘাটাইল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হায়দার রহমান, অধ্যাপক খলিলুর রহমান, উপজেলা প্রকল্প কর্মকর্তা এনানুল হক, টাঙ্গাইল প্রেসক্লাবের দপ্তর ও লাইব্রেরি সম্পাদক অরণ্য ইমতিয়াজ প্রমুখ। সাধারণ সভার দ্বিতীয় পর্বে আগামী দুই বছরের জন্য কার্যকরী পরিষদের নির্বাচন হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত