Ajker Patrika

ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবির সম্পাদক পিকুল

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১৬: ৪০
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবির সম্পাদক পিকুল

ফরিদপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির বার্ষিক নির্বাচন হয়েছে। ফরিদপুর প্রেসক্লাবে গত সোমবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। এই নির্বাচনে মোট ১৮টি পদের মধ্যে ১৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা হয়। বাকি পাঁচটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কবিরুল ইসলাম সিদ্দিকী। তিনি এর আগে পাঁচ বার সভাপতি ছিলেন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মাহাবুবুল ইসলাম পিকুল।

সহসভাপতি পদে বিজয়ী তিনজন হলেন, শেখ ফয়েজ আহম্মেদ, সঞ্জিব দাস ও সাজ্জাদ হোসেন রনি।

সহসাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন শেখ মফিজুর রহমান শিপন। অর্থ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন শেখ মনির হোসেন।

এ ছাড়া দপ্তর সম্পাদক পদে আসাদুল হক (আসাদ), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আবিদুর রহমান নিপু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে জাহিদুল ইসলাম, তথ্যপ্রযুক্তি ও পাঠাগার সম্পাদক পদে মুইজ্জুর রহমান রবি ও ক্রীড়া সম্পাদক পদে মনির কুমার দাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত ছয়জন হলেন, এস এম মাসুদুর রহমান তরুণ, সিরাজুল ইসলাম, এস এম জাহিদ, হাসানুজ্জামান, রুহুল আমীন ও নুরুল ইসলাম আনজু।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন শফিকুল ইসলাম। নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন রেজাউল করিম ও শেখ সাইফুল ইসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি কাল, পরীক্ষা তিন ইউনিটে

ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ: ‘‎মব’ তৈরি করে হামলার চেষ্টা, উদ্ধার কার্যক্রম বন্ধ

বিয়ামে এসি বিস্ফোরণ নয়, নথি পোড়াতে গিয়ে আগুনে পুড়ে মরেন দুজন: পিবিআই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত