Ajker Patrika

গার্মেন্টস শ্রমিকদের প্রাপ্য পাওনার দাবিতে প্রেসক্লাবে বিক্ষোভ সমাবেশ

নিজস্ব, ঢাকা
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ১৯: ০১
গার্মেন্টস শ্রমিকদের প্রাপ্য পাওনার দাবিতে প্রেসক্লাবে বিক্ষোভ সমাবেশ

আদমজী ইপিজেডের কুনতং এপারেলস লিমিটেডের শ্রমিকদের প্রাপ্য পাওনার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট। আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই সমাবেশ করা হয়।

সমাবেশে শ্রমিকদের ৬৪ শতাংশ বকেয়া পাওনা ও চাকরি অবসানে প্রাপ্য শতভাগ পাওনা পরিশোধের দাবি জানানো হয়। এ ছাড়া বিভিন্ন অজুহাতে শ্রমিকদের পাওনা থেকে বঞ্চিতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট। 

গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি আহসান হাবিব বুলবুল বলেন, ‘লোকসান, এক্সিস পয়েন্ট, অক্ষমতাসহ নানান অজুহাতে বিভিন্ন প্রতিষ্ঠান শ্রমিকদের প্রাপ্য পাওনা থেকে বঞ্চিত করছে। শ্রমিকদের টাকা অবিলম্বে পরিশোধ করতে হবে। শ্রমিকদের যে লভ্যাংশ বকেয়া আছে, তা কোনো অজুহাতে আত্মসাৎ করা যাবে না।’ 

প্রধানমন্ত্রী আইন করে গার্মেন্টস শ্রমিকদের রক্ষা করতে চেষ্টা করেছিলেন জানিয়ে আহসান হাবিব বলেন, ‘তিনি (প্রধানমন্ত্রী) একটা নমুনা দেখাতে চেয়েছিলেন, কিন্তু ওনার নমুনা ব্যর্থ হয়েছে। সকল ইপিজেডে শ্রমিকেরা তাঁদের পাওনা থেকে বঞ্চিত হচ্ছে। ফলে অবশ্যই ইপিজেড আইনসহ শ্রমিকদের বিভাজন করার যে প্রচেষ্টা, সেটাকে বন্ধ করতে হবে।’

গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সভাপতি বলেন, ‘যারা শ্রমিকদের নামে মিথ্যা মামলা দিয়েছে, তারা শ্রমিকদের পাওনা আত্মসাৎ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কি না, তা তদন্ত করতে হবে। যে সব কর্মকর্তারা শ্রমিকদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের অপসারণ করতে হবে। যদি না হয়, তাহলে প্রয়োজনে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি দিতে আমরা বাধ্য হব।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত