কত জন হালদার আছে, জানতে চায় বিএনপি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘তিনি নিজেই বলেছেন যে, হাজার-হাজার কোটি টাকা যারা পাচার করেছে, তাদের আওয়ামী লীগে নেতৃত্ব দেওয়া হবে না। তার মানে তিনি স্বীকার করে নিয়েছেন, আওয়ামী লীগের লোকেরা হাজার-হাজার কোটি টাকা পাচার করেছে।’