নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হাজার হাজার কোটি টাকা পাচার করে পালিয়ে থাকা প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) বিষয়ে জারি করা রুলের শুনানি হবে ১২ জুন। মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ রুল শুনানির জন্য এই দিন ধার্য করেন। আর ওই সময় তাঁর মামলার সর্বশেষ অবস্থা জানাতে বলা হয়।
মঙ্গলবার রাষ্ট্রপক্ষ ও দুদকের আইনজীবীর উদ্দেশ্যে আদালত বলেন, আপনারা শুধু নির্দিষ্ট করে দিন অর্থ পাচারকারীরা কোথায় আছেন, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আদেশ দেব। আমাদের বিভিন্ন আদেশের কারণেই পি কে হালদার আজ সারা বিশ্বে অন্যভাবে আলোচিত। অর্থ পাচারকারী হিসেবে চিহ্নিত। আমরা এমন আদেশ দেব, অর্থ পাচারকারীরা পৃথিবীর কোথাও শান্তিতে থাকতে পারবে না।
এর আগে ২০২০ সালের ১৯ নভেম্বর এ বিষয়ে রুল জারি করেন হাইকোর্ট। পি কে হালদারকে দেশে আনতে এবং গ্রেপ্তারে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানতে চাওয়া হয় রুলে, যা এত দিন শুনানি হয়নি। গতকাল সোমবার পি কে হালদারের ভারতে গ্রেপ্তারের বিষয়টি আদালতের নজরে আনেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। এ সময় আদালত বলেন, ভারত সরকারকে ধন্যবাদ জানানো উচিত। কারণ সে এ দেশের চিহ্নিত অর্থ পাচারকারী।
আদালত বলেন, ‘আমাদের মেসেজ ক্লিয়ার, দুর্নীতি ও অর্থ পাচারকারীদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। কোনো ধরনের দুর্নীতি ও অর্থ পাচারকারীকে প্রশ্রয় দেব না। কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা এ বিষয়ে সিরিয়াস।’
গত ১৩ মে পি কে হালদার ও তাঁর কয়েক সহযোগীকে গ্রেপ্তার করেছে ভারতের ডিরেক্টরেট অব এনফোর্সমেন্ট (ইডি)। পরদিন আদালতের মাধ্যমে তাঁদের তিন দিনের রিমান্ডে নেওয়া হয়।
পি কে হালদার সম্পর্কিত আরও খবর:
রুই-কাতলাদের ধরতে পি কে হালদারকে দেশে এনে রিমান্ডে নেবে দুদক
হাজার হাজার কোটি টাকা পাচার করে পালিয়ে থাকা প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) বিষয়ে জারি করা রুলের শুনানি হবে ১২ জুন। মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ রুল শুনানির জন্য এই দিন ধার্য করেন। আর ওই সময় তাঁর মামলার সর্বশেষ অবস্থা জানাতে বলা হয়।
মঙ্গলবার রাষ্ট্রপক্ষ ও দুদকের আইনজীবীর উদ্দেশ্যে আদালত বলেন, আপনারা শুধু নির্দিষ্ট করে দিন অর্থ পাচারকারীরা কোথায় আছেন, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আদেশ দেব। আমাদের বিভিন্ন আদেশের কারণেই পি কে হালদার আজ সারা বিশ্বে অন্যভাবে আলোচিত। অর্থ পাচারকারী হিসেবে চিহ্নিত। আমরা এমন আদেশ দেব, অর্থ পাচারকারীরা পৃথিবীর কোথাও শান্তিতে থাকতে পারবে না।
এর আগে ২০২০ সালের ১৯ নভেম্বর এ বিষয়ে রুল জারি করেন হাইকোর্ট। পি কে হালদারকে দেশে আনতে এবং গ্রেপ্তারে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানতে চাওয়া হয় রুলে, যা এত দিন শুনানি হয়নি। গতকাল সোমবার পি কে হালদারের ভারতে গ্রেপ্তারের বিষয়টি আদালতের নজরে আনেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। এ সময় আদালত বলেন, ভারত সরকারকে ধন্যবাদ জানানো উচিত। কারণ সে এ দেশের চিহ্নিত অর্থ পাচারকারী।
আদালত বলেন, ‘আমাদের মেসেজ ক্লিয়ার, দুর্নীতি ও অর্থ পাচারকারীদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। কোনো ধরনের দুর্নীতি ও অর্থ পাচারকারীকে প্রশ্রয় দেব না। কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা এ বিষয়ে সিরিয়াস।’
গত ১৩ মে পি কে হালদার ও তাঁর কয়েক সহযোগীকে গ্রেপ্তার করেছে ভারতের ডিরেক্টরেট অব এনফোর্সমেন্ট (ইডি)। পরদিন আদালতের মাধ্যমে তাঁদের তিন দিনের রিমান্ডে নেওয়া হয়।
পি কে হালদার সম্পর্কিত আরও খবর:
রুই-কাতলাদের ধরতে পি কে হালদারকে দেশে এনে রিমান্ডে নেবে দুদক
রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের আবেদন সরাসরি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে করা যাবে। এই মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটরের কাছে মামলা প্রত্যাহারের আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে অবশ্যই সংশ্লিষ্ট মামলার এজাহার ও প্রযোজ্য ক্ষেত্রে অভিযোগপত্রের (চার্জশিট) সত্যায়িত অনুলিপি দাখিল করতে
৩৮ মিনিট আগেকমডোর মো. শফিউল বারীকে নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার। এই নৌ কর্মকর্তাকে ওই পদে নিয়োগ দিতে তাঁর চাকরি নৌপরিবহন মন্ত্রণালয়ে ন্যস্ত করে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
১ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিদ্যুৎ ও জ্বালানি, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।
১ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে হওয়া মামলায় আসামি গ্রেপ্তারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে ডিএমপির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। আজ রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন রিটটি দায়ের করেন। এতে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার...
৩ ঘণ্টা আগে