Ajker Patrika

কত জন হালদার আছে, জানতে চায় বিএনপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কত জন হালদার আছে, জানতে চায় বিএনপি

ভারতের পশ্চিমবঙ্গে পি কে হালদারের গ্রেপ্তারের ঘটনাকে ‘ভালো কথা’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পি কে হালদারের মতো আরও যারা অর্থ পাচারের সঙ্গে জড়িত, তাঁদের বিষয়েও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তিনি। 

আজ রোববার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে মির্জা ফখরুল এ কথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, ‘একজন পি কে হালদার, যিনি হাজার-হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন। তাঁকে পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করা হয়েছে। এটা ভালো কথা যে, যিনি টাকা পাচার করেছেন, তাঁকে ধরা হয়েছে। আমাদের প্রশ্ন, এ রকম কতজন হালদার আছে, যারা দেশ থেকে টাকা পাচার করে দিচ্ছে।’ 

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা খুব পরিষ্কার বলতে চাই, জানতে চাই যে, এ রকম হাজার-হাজার কোটি টাকা কত পাচার হয়েছে? কীভাবে কোন পদ্ধতিতে পাচার হলো, কারা তার সঙ্গে জড়িত ছিল, কারা মদদ দিল, সেই বিষয়গুলো পরিষ্কার করার জন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।’ 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘তিনি নিজেই বলেছেন যে, হাজার-হাজার কোটি টাকা যারা পাচার করেছে, তাদের আওয়ামী লীগে নেতৃত্ব দেওয়া হবে না। তার মানে তিনি স্বীকার করে নিয়েছেন, আওয়ামী লীগের লোকেরা হাজার-হাজার কোটি টাকা পাচার করেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত