নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভারতে গ্রেপ্তার পি কে হালদারের বিরুদ্ধে আরও একটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের মামলায় ৪৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে। দুদকের সহকারী পরিচালক রাকিবুল হায়াত বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় পি কে হালদারসহ ১২ জনকে আসামি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সংস্থাটির জনসংযোগ দপ্তর আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছে।
মামলার এজাহারে বলা হয়েছে, পি কে হালদারসহ ১২ ব্যক্তি এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট থেকে ভুয়া কাগজ দেখিয়ে ৪৪ কোটি টাকা ঋণ তোলেন। পরে তা বিভিন্নভাবে হস্তান্তর-রূপান্তরের মাধ্যমে পাচার করেন।
এদিকে পি কে হালদারের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ চারটি দপ্তরে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। গতকাল ও আজ বৃহস্পতিবার এসব চিঠি পাঠানো হয়। দুদকের একটি সূত্র আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ও ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোতে চিঠি পাঠানো হয়েছে।
দুদক সূত্র জানায়, চিঠিতে পি কে হালদারের আত্মসাৎ ও পাচার করা অর্থ কীভাবে ফেরত আনা যায়, সে বিষয়ে জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে পি কে হালদারকেও ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে উদ্যোগ নিতে ওই চিঠিতে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচার করে পলাতক ছিলেন এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদার। গত শনিবার তাঁকে গ্রেপ্তার করে ভারতের অর্থ গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
পি কে হালদার সম্পর্কিত আরও খবর:
রুই-কাতলাদের ধরতে পি কে হালদারকে দেশে এনে রিমান্ডে নেবে দুদক
ভারতে গ্রেপ্তার পি কে হালদারের বিরুদ্ধে আরও একটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের মামলায় ৪৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে। দুদকের সহকারী পরিচালক রাকিবুল হায়াত বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় পি কে হালদারসহ ১২ জনকে আসামি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সংস্থাটির জনসংযোগ দপ্তর আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছে।
মামলার এজাহারে বলা হয়েছে, পি কে হালদারসহ ১২ ব্যক্তি এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট থেকে ভুয়া কাগজ দেখিয়ে ৪৪ কোটি টাকা ঋণ তোলেন। পরে তা বিভিন্নভাবে হস্তান্তর-রূপান্তরের মাধ্যমে পাচার করেন।
এদিকে পি কে হালদারের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ চারটি দপ্তরে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। গতকাল ও আজ বৃহস্পতিবার এসব চিঠি পাঠানো হয়। দুদকের একটি সূত্র আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ও ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোতে চিঠি পাঠানো হয়েছে।
দুদক সূত্র জানায়, চিঠিতে পি কে হালদারের আত্মসাৎ ও পাচার করা অর্থ কীভাবে ফেরত আনা যায়, সে বিষয়ে জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে পি কে হালদারকেও ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে উদ্যোগ নিতে ওই চিঠিতে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচার করে পলাতক ছিলেন এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদার। গত শনিবার তাঁকে গ্রেপ্তার করে ভারতের অর্থ গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
পি কে হালদার সম্পর্কিত আরও খবর:
রুই-কাতলাদের ধরতে পি কে হালদারকে দেশে এনে রিমান্ডে নেবে দুদক
অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলম তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি বক্তব্যের কিছু অংশ পরিবর্তন করেছেন, যা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে দেওয়া একটি পোস্টে দুর্নীতির বিষয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করার প্রায় দেড় ঘণ্টা পর তিনি ওই অংশের লেখা কিছ
২ মিনিট আগেত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আলোচনার মধ্যে সম্পূরক খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১০ আগস্ট খসড়া তালিকা প্রকাশ করা হবে। এতে প্রায় ৪৫ লাখের বেশি নতুন ভোটার যুক্ত হতে যাচ্ছেন। এ ছাড়া তালিকা থেকে বাদ যাবেন ২১ লাখ মৃত ভোটার। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগেজাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানের নামে থাকা রমনা এলাকায় ৩ কোটি ৬৫ লাখ টাকার ৩ হাজার ২৭৬ বর্গফুটের একটি ফ্ল্যাট জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সাতটি ব্যাংক হিসাব ও পাঁচটি বিও হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগেমানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এ এম নাঈমুর রহমান দুর্জয়কে এবার দুর্নীতির একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন গ্রেপ্তার দেখানোর এই নির্দেশ দেন।
২ ঘণ্টা আগে