নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘পি কে হালদার বাংলাদেশে ওয়ান্টেড ব্যক্তিত্ব। আমরা ইন্টারপোলের মাধ্যমে তাঁকে অনেক দিন ধরেই চাইছি। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তবে আমাদের এখনো অফিশিয়ালি কিছু আসেনাই। আমাদের যা কাজ আমরা আইনগতভাবে করব।’
আজ রোববার বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম আয়োজিত ‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন: ইতিহাসের পুনর্নির্মাণ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘৭৫-এর ভয়ংকর দিনটিকে বাংলাদেশের কেউই কখনো ভুলবে না। এটার উদ্দেশ্য ছিল বাংলাদেশকে পাকিস্তান করা যায় কি না। বিদেশে গেলে এখন আমরা বলতে পারি, বঙ্গবন্ধু হত্যার বিচার করতে পেরেছি। বঙ্গবন্ধু যে কাজগুলো করে যেতে পারেননি, সেগুলোই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করেছেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি থেকে ফুল বক্সে পরিণত হয়েছে। আমরা সম্ভাবনাময় বাংলাদেশে পরিণত হয়েছি।’
আলোচনাসভায় সভাপতির বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পর এটা আর বাংলাদেশ ছিল না, এটা পূর্ব পাকিস্তান হয়ে গিয়েছিল। শেখ হাসিনা আসলে পূর্ব পাকিস্তানে প্রত্যাবর্তন করেছেন। পরে তিনি বাংলাদেশকে পুনর্নির্মাণ করেছেন। ’৭৫-এ আমরা বাংলাদেশকে হারিয়ে ফেলেছিলাম।’
ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী বলেন, ‘পাকিস্তান ও আফগানিস্তান সাম্প্রদায়িকতা বনে গেছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সেই জায়গা থেকে মুক্ত করে তুলেছেন। বাংলাদেশ এখনো মুক্তবুদ্ধির জয়গান গাইছে। মৌলবাদী রাষ্ট্র হয়ে যাওয়ার পর তিনি তা বাঁচালেন। শেখ হাসিনা এই দেশকে সুন্দরভাবে পুনর্গঠন করেছেন।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালুদ্দিন আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন কঠিনতম পরিস্থিতিতে হাল ধরেছেন, তখন তাঁর বয়স ছিল মাত্র ৩৪ বছর। দুই সন্তানের এই বাঙালি মা আওয়ামী লীগের মতো একটি দলকে নেতৃত্ব দিয়ে এ পর্যন্ত নিয়ে এসেছেন। এ নিয়ে মোটাদাগে তাঁর বড় অর্জনগুলো নিয়ে আমাদের চিন্তা করা দরকার।’
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল মান্নান। এ সময় অন্যদের মধ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ্ আজম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মনোয়ার হোসেন চৌধুরী, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শাহজাহান আলম সাজু প্রমুখ বক্তব্য রাখেন।
পি কে হালদার সম্পর্কিত আরও খবর:
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘পি কে হালদার বাংলাদেশে ওয়ান্টেড ব্যক্তিত্ব। আমরা ইন্টারপোলের মাধ্যমে তাঁকে অনেক দিন ধরেই চাইছি। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তবে আমাদের এখনো অফিশিয়ালি কিছু আসেনাই। আমাদের যা কাজ আমরা আইনগতভাবে করব।’
আজ রোববার বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম আয়োজিত ‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন: ইতিহাসের পুনর্নির্মাণ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘৭৫-এর ভয়ংকর দিনটিকে বাংলাদেশের কেউই কখনো ভুলবে না। এটার উদ্দেশ্য ছিল বাংলাদেশকে পাকিস্তান করা যায় কি না। বিদেশে গেলে এখন আমরা বলতে পারি, বঙ্গবন্ধু হত্যার বিচার করতে পেরেছি। বঙ্গবন্ধু যে কাজগুলো করে যেতে পারেননি, সেগুলোই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করেছেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি থেকে ফুল বক্সে পরিণত হয়েছে। আমরা সম্ভাবনাময় বাংলাদেশে পরিণত হয়েছি।’
আলোচনাসভায় সভাপতির বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পর এটা আর বাংলাদেশ ছিল না, এটা পূর্ব পাকিস্তান হয়ে গিয়েছিল। শেখ হাসিনা আসলে পূর্ব পাকিস্তানে প্রত্যাবর্তন করেছেন। পরে তিনি বাংলাদেশকে পুনর্নির্মাণ করেছেন। ’৭৫-এ আমরা বাংলাদেশকে হারিয়ে ফেলেছিলাম।’
ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী বলেন, ‘পাকিস্তান ও আফগানিস্তান সাম্প্রদায়িকতা বনে গেছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সেই জায়গা থেকে মুক্ত করে তুলেছেন। বাংলাদেশ এখনো মুক্তবুদ্ধির জয়গান গাইছে। মৌলবাদী রাষ্ট্র হয়ে যাওয়ার পর তিনি তা বাঁচালেন। শেখ হাসিনা এই দেশকে সুন্দরভাবে পুনর্গঠন করেছেন।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালুদ্দিন আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন কঠিনতম পরিস্থিতিতে হাল ধরেছেন, তখন তাঁর বয়স ছিল মাত্র ৩৪ বছর। দুই সন্তানের এই বাঙালি মা আওয়ামী লীগের মতো একটি দলকে নেতৃত্ব দিয়ে এ পর্যন্ত নিয়ে এসেছেন। এ নিয়ে মোটাদাগে তাঁর বড় অর্জনগুলো নিয়ে আমাদের চিন্তা করা দরকার।’
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল মান্নান। এ সময় অন্যদের মধ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ্ আজম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মনোয়ার হোসেন চৌধুরী, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শাহজাহান আলম সাজু প্রমুখ বক্তব্য রাখেন।
পি কে হালদার সম্পর্কিত আরও খবর:
অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলম তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি বক্তব্যের কিছু অংশ পরিবর্তন করেছেন, যা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে দেওয়া একটি পোস্টে দুর্নীতির বিষয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করার প্রায় দেড় ঘণ্টা পর তিনি ওই অংশের লেখা কিছ
৫ মিনিট আগেত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আলোচনার মধ্যে সম্পূরক খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১০ আগস্ট খসড়া তালিকা প্রকাশ করা হবে। এতে প্রায় ৪৫ লাখের বেশি নতুন ভোটার যুক্ত হতে যাচ্ছেন। এ ছাড়া তালিকা থেকে বাদ যাবেন ২১ লাখ মৃত ভোটার। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগেজাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানের নামে থাকা রমনা এলাকায় ৩ কোটি ৬৫ লাখ টাকার ৩ হাজার ২৭৬ বর্গফুটের একটি ফ্ল্যাট জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সাতটি ব্যাংক হিসাব ও পাঁচটি বিও হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগেমানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এ এম নাঈমুর রহমান দুর্জয়কে এবার দুর্নীতির একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন গ্রেপ্তার দেখানোর এই নির্দেশ দেন।
২ ঘণ্টা আগে