সালাম দেওয়া নিয়ে দ্বন্দ্ব দুই ‘কিশোর গ্যাংয়ে’, হামলায় পঙ্গু এসএসসি পরীক্ষার্থী
রাজধানীর পল্লবীতে হামলা করে রাকিব নামে এক এসএসসি পরীক্ষার্থীকে গুরুতর আহত করার ঘটনায় পাঁচ কিশোরকে গ্রেপ্তার করেছে র্যাব। এরা হলো মো. রমজান (২০), আল আমিন (২০), ইসমাইল হোসেন ওরফে পপকন (১৮), বিজয় (১৭) ও মো. ইয়াসিন আরাফাত ওরফে সাইমন (১৭।