Ajker Patrika

পল্লবীতে কিশোর গ্যাং গ্রুপের প্রধানসহ গ্রেপ্তার ৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পল্লবীতে কিশোর গ্যাং গ্রুপের প্রধানসহ গ্রেপ্তার ৯

রাজধানীর মিরপুরের পল্লবী থানার আদর্শ নগর খালপাড় এলাকায় পূর্ব শত্রুতার জেরে এক কিশোরকে কুপিয়ে আহত করার ঘটনায় কিশোর গ্যাং গ্রুপের প্রধান আশিকসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে থানা–পুলিশ। গ্রেপ্তার আশিক মিরপুরের তালিকাভুক্ত কিশোর গ্যাং গ্রুপের প্রধান। তার বিরুদ্ধে একাধিক মামলা ও মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

আজ শুক্রবার সকাল সাতটা থেকে মিরপুরের তালতলা বস্তিসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আশিকের গ্রুপের ৯ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো দলের প্রধান আশিক (২৩), আল আমিন (২০), মো. রাব্বি (২০), মো. শামীম (১৮), মো. আজিজুল (১৮), মো. মারুফ (১৯), ইব্রাহিম (১৬), সুজন (১৭) ও রাশেদ (১৬)।

মিরপুর বিভাগের পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, পল্লবী এলাকায় এরা খালি মারামারি করে বেড়ায়। কিন্তু জড়িতরা সবাই দরিদ্র পরিবারের। তারা বস্তিতে থাকে। আশিকের বাবা একজন গাড়িচালক, তার অন্যতম সহযোগীর বাবা ঘটক। এই ঘটনায় গ্রেপ্তার সবার বাবা-মা দিনমজুর ও শ্রমজীবী। কিন্তু তাদের সন্তানেরা পল্লবীতে নানা অপরাধ করে বেড়াচ্ছে।

পল্লবী থানায় দায়ের হওয়া মামলা সূত্রে জান গেছে, গত ৯মে রাত ৯টার দিকে আহত কিশোর সনু (১৫) ও তার বড় ভাই তারেক (১৯) নিজেদের জুতার দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে মিরপুরের আদর্শ নগর খালপাড় মাঠে আশিকের নেতৃত্বে ১০ থেকে ১২ জন তাদের ওপর দেশীয় অস্ত্র ও রড নিয়ে হামলা করে। এতে সনু গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সনুর মাথায় ১৩টি সেলাই দেওয়া হয়েছে।

ওসি আরও বলেন, ‘পল্লবীতে কয়েকটি গ্রুপ রাস্তায় দাঁড়িয়ে ইভটিজিংসহ নানা সমস্যা তৈরি করে। পরে বাড়ির মালিকেরা ফোন করে থানায় অভিযোগ দেয়। তবে আমরা চেষ্টা করছি তাদের নিয়ন্ত্রণে রাখার। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

পল্লবী থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার আশিকের বিরুদ্ধে ২০২২ সাল থেকে মারামারি ও ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে পল্লবী থানায় ৪টি মামলা রয়েছে। সর্বশেষ শুক্রবার সকালে আরও একটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে গেল এই কিশোর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত