নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর পল্লবীতে প্রকাশ্যে সন্তানের সামনে সাহিনুদ্দিন নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার মামলায় লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়ালসহ ১৬ জনের বিরুদ্ধে দাখিল করা সম্পূরক চার্জশিটও প্রত্যাখ্যান করেছেন মামলার বাদী।
আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের আদালতে হাজির হয়ে বাদী নারাজি আবেদন করবেন বলে জানান।
বাদীপক্ষের আইনজীবী গোলাম সারওয়ার খান জাকির আদালতে নারাজির আবেদন করবেন বলে সময় চান। আদালত আগামী ১৩ নভেম্বর নারাজি আবেদন দাখিলের তারিখ ধার্য করেন।
এদিকে এম এ আউয়ালসহ জামিনপ্রাপ্ত সব আসামির জামিন বাতিল চেয়ে আবেদন করেন বাদীপক্ষের আইনজীবী। আবেদনে উল্লেখ করা হয়, এম এ আউয়ালসহ জামিনপ্রাপ্ত আসামিরা বাদী এবং মামলার সাক্ষীদের বিভিন্নভাবে মামলা প্রত্যাহারের জন্য এবং সাক্ষ্য না দেওয়ার জন্য হুমকি দিচ্ছেন।
আদালত এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
বাদীর নারাজি আবেদন গ্রহণ করে গত বছর ১২ মে আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অধিকতর তদন্তের নির্দেশ দেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) গত বছর ১৩ ফেব্রুয়ারি ১৫ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক সৈয়দ ইফতেখার হোসেন যাঁদের অভিযুক্ত করেছেন, তাঁরা হলেন এম এ আউয়াল, সুমন ব্যাপারী, টিটু, কিবরিয়া, মুরাদ হোসেন, আবু তাহের, ইব্রাহিম সুমন, রকি তালুকদার, শফিকুল ইসলাম, তুহিন মিয়া, হারুন অর রশীদ, তারিকুল ইসলাম, নুর মোহাম্মদ, হাসান ও ইকবাল হোসেন।
পরে পিবিআই তদন্ত করে গত ১৭ সেপ্টেম্বর প্রতীক আহমেদ সচিব নামে আরেক আসামিকে অন্তর্ভুক্ত করে সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন।
বাদীর আইনজীবী গোলাম সারওয়ার আজকের পত্রিকাকে বলেন, এই হত্যাকাণ্ডে আরও আসামি জড়িত রয়েছে। ডিবি ও পিবিআই প্রভাবিত হয়ে তাঁদের মামলায় অন্তর্ভুক্ত করছে না। এই কারণে বাদী আবারও নারাজি দেবেন।
গত বছর ১৬ মে বিকেলে জমির বিরোধের মীমাংসার কথা বলে সাহিনুদ্দিনকে পল্লবী থানার ডি-ব্লকের একটি গ্যারেজের ভেতর নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। প্রকাশ্য দিবালোকে এ হত্যাকাণ্ডের সময় সাহিনুদ্দিনের ছেলে উপস্থিত ছিল।
পরে নিহতের মা আকলিমা বেগম ২০২১ সালের ১৭ মে পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন।
রাজধানীর পল্লবীতে প্রকাশ্যে সন্তানের সামনে সাহিনুদ্দিন নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার মামলায় লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়ালসহ ১৬ জনের বিরুদ্ধে দাখিল করা সম্পূরক চার্জশিটও প্রত্যাখ্যান করেছেন মামলার বাদী।
আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের আদালতে হাজির হয়ে বাদী নারাজি আবেদন করবেন বলে জানান।
বাদীপক্ষের আইনজীবী গোলাম সারওয়ার খান জাকির আদালতে নারাজির আবেদন করবেন বলে সময় চান। আদালত আগামী ১৩ নভেম্বর নারাজি আবেদন দাখিলের তারিখ ধার্য করেন।
এদিকে এম এ আউয়ালসহ জামিনপ্রাপ্ত সব আসামির জামিন বাতিল চেয়ে আবেদন করেন বাদীপক্ষের আইনজীবী। আবেদনে উল্লেখ করা হয়, এম এ আউয়ালসহ জামিনপ্রাপ্ত আসামিরা বাদী এবং মামলার সাক্ষীদের বিভিন্নভাবে মামলা প্রত্যাহারের জন্য এবং সাক্ষ্য না দেওয়ার জন্য হুমকি দিচ্ছেন।
আদালত এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
বাদীর নারাজি আবেদন গ্রহণ করে গত বছর ১২ মে আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অধিকতর তদন্তের নির্দেশ দেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) গত বছর ১৩ ফেব্রুয়ারি ১৫ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক সৈয়দ ইফতেখার হোসেন যাঁদের অভিযুক্ত করেছেন, তাঁরা হলেন এম এ আউয়াল, সুমন ব্যাপারী, টিটু, কিবরিয়া, মুরাদ হোসেন, আবু তাহের, ইব্রাহিম সুমন, রকি তালুকদার, শফিকুল ইসলাম, তুহিন মিয়া, হারুন অর রশীদ, তারিকুল ইসলাম, নুর মোহাম্মদ, হাসান ও ইকবাল হোসেন।
পরে পিবিআই তদন্ত করে গত ১৭ সেপ্টেম্বর প্রতীক আহমেদ সচিব নামে আরেক আসামিকে অন্তর্ভুক্ত করে সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন।
বাদীর আইনজীবী গোলাম সারওয়ার আজকের পত্রিকাকে বলেন, এই হত্যাকাণ্ডে আরও আসামি জড়িত রয়েছে। ডিবি ও পিবিআই প্রভাবিত হয়ে তাঁদের মামলায় অন্তর্ভুক্ত করছে না। এই কারণে বাদী আবারও নারাজি দেবেন।
গত বছর ১৬ মে বিকেলে জমির বিরোধের মীমাংসার কথা বলে সাহিনুদ্দিনকে পল্লবী থানার ডি-ব্লকের একটি গ্যারেজের ভেতর নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। প্রকাশ্য দিবালোকে এ হত্যাকাণ্ডের সময় সাহিনুদ্দিনের ছেলে উপস্থিত ছিল।
পরে নিহতের মা আকলিমা বেগম ২০২১ সালের ১৭ মে পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন।
বিমান দুর্ঘটনায় নিহত রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাহেরিন চৌধুরীর সমাধিস্থলে পুষ্পমাল্য অর্পণ করেছে নীলফামারী জেলা প্রশাসন। আজ বুধবার (২৩ জুলাই) সকালে জেলার জলঢাকা পৌর এলাকার বগুলাগাড়ি চৌধুরীপাড়াস্থ পারববারিক কবরস্থানে যান প্রশাসনের কর্মকর্তারা।
১ মিনিট আগেময়মনসিংহের নান্দাইলে এক পোশাক শ্রমিক কিশোরীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা গতকাল মঙ্গলবার নান্দাইল মডেল থানায় ৪ জনের নামে মামলা দায়ের করেন। এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী কিশোরী ও তার পরিবার।
১০ মিনিট আগেরাজধানীর গুলিস্তান থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মীকে দুটি ককটেলসহ গ্রেপ্তার করেছে ডিএমপির পল্টন মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—মো. মেহেদী হাসান ফাহিম (৩০) ও মো. আরিফুর রহমান রাজা (৩০)।
৪২ মিনিট আগেমাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে কাউকে ঢুকতে দিচ্ছে না কর্তৃপক্ষ। কেবল স্কুলের হোস্টেলে থাকা শিক্ষার্থীদের গেট থেকে প্রবেশের এবং বের হওয়ার অনুমতি আছে। অন্য কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
১ ঘণ্টা আগে