Ajker Patrika

মাইলস্টোন ক্যাম্পাসে প্রবেশ নিষেধ, বিধ্বস্ত ভবনের তিন পাশে উঁচু বেড়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ জুলাই ২০২৫, ১৩: ৫২
মাইলস্টোন স্কুলের প্রধান ফটক বন্ধ। শিক্ষার্থী-অভিভাবক কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না। ছবি: আজকের পত্রিকা
মাইলস্টোন স্কুলের প্রধান ফটক বন্ধ। শিক্ষার্থী-অভিভাবক কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না। ছবি: আজকের পত্রিকা

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে কাউকে ঢুকতে দিচ্ছে না কর্তৃপক্ষ। কেবল স্কুলের হোস্টেলে থাকা শিক্ষার্থীদের গেট থেকে প্রবেশের এবং বের হওয়ার অনুমতি আছে। অন্য কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

সরেজমিনে আজ বুধবার সকালে দেখা যায়, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটক বন্ধ করে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। প্রধান ফটকের নিরাপত্তা কর্মীদের চারজন ভেতরে বসে রয়েছেন। ফটকের সামনে দাঁড়িয়ে ভেতরে উঁকিঝুঁকি দিচ্ছে শিক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ মানুষ। বেলা সাড়ে ১১টার দিকে কয়েকজন শিক্ষার্থী গেট ধরে ধাক্কাধাক্কি করে। তবে তাদের কাউকেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। সাধারণ মানুষ যারা এসেছে তাদেরও ঘটনাস্থলে যাওয়ার অনুমতি নেই বলে জানিয়ে দেন নিরাপত্তা কর্মীরা।

মাইলস্টোন স্কুলের প্রধান ফটক বন্ধ। ছবি: আজকের পত্রিকা
মাইলস্টোন স্কুলের প্রধান ফটক বন্ধ। ছবি: আজকের পত্রিকা

প্রধান ফটক ছাড়াও ক্যাম্পাসে আরও তিনটি ফটক রয়েছে। তবে সেগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে। কেবল আবাসিক শিক্ষার্থীদের ভেতরে প্রবেশ এবং বাইরে বের হওয়ার অনুমতি দেওয়া হচ্ছে।

অনাবাসিক শিক্ষার্থী ও অভিভাবকদেরও ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। দুপুরে শিক্ষকদের নিয়ে জরুরি সভা ডাকে স্কুল কর্তৃপক্ষ। তাই শিক্ষকদের আইডি কার্ড দেখে প্রবেশ করায় নিরাপত্তাকর্মীরা।

এদিকে স্কুলের যে ভবনটিতে বিমান আছড়ে পড়েছিল সেই হায়দার আলী ভবনের তিন পাশে উঁচু টিনের বেড়া দেওয়া হচ্ছে। জায়গাটি সংরক্ষিত করে রাখার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নিরাপত্তা কর্মীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

সচিবালয়ে শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে সিপিবি-বাসদের ওয়াকআউট

এইচএসসির স্থগিত ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা একই দিনে: শিক্ষা উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত