Ajker Patrika

মিরপুরে আন্দোলনে নিখোঁজ দাবি করা সেই পোশাকশ্রমিককে উদ্ধার করল র‍্যাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ১৪: ৫২
মিরপুরে আন্দোলনে নিখোঁজ দাবি করা সেই পোশাকশ্রমিককে উদ্ধার করল র‍্যাব

মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনে নিখোঁজ দাবি করা সেই জোসনা বেগমকে জীবিত উদ্ধার করেছে র‍্যাব। জোসনা বেগম নামের ওই পোশাকশ্রমিককে খুন করা হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়েছিল। গতকাল বুধবার আহত অবস্থায় তাঁকে পল্লবীর একটা বাসা থেকে উদ্ধার করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে র‍্যাবে-৪ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩১ অক্টোবর ঢাকা মহানগরীর মিরপুরের একটি গার্মেন্টসে সংঘর্ষে জোসনা নামে এক গার্মেন্টসকর্মী নিহত হয়েছেন বলে গুজব ছড়ায়। হত্যা ও গুজবকে ঘিরে গত ১ নভেম্বর পোশাককর্মীদের আন্দোলন দিনভর অব্যাহত থাকে। র‍্যাব-৪-এর সদস্যরা আন্দোলনকারী শ্রমিকদের সঙ্গে আলোচনা করে জানতে পারেন, জোসনা বেগমকে হত্যা করে তাঁর লাশ গুম করা হয়েছে। এরই ধারাবাহিকাতায় র‍্যাব-৪ এ ব্যাপারে গোয়েন্দা নজরদারি ও তদন্ত কার্যক্রম শুরু করে। 

গত ১ নভেম্বর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৪ পল্লবীর কালশী এলাকার একটি বাসা থেকে জোসনা বেগমকে জীবিত উদ্ধার করে। বর্তমানে তিনি নিজ বাসায় সুস্থ ও স্বাভাবিক আছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত