দই ভালো রাখবে চুল
নাটোরের বনলতার মতো চুল কে না চায়? কিন্তু কেমন ছিল তাঁর চুল—দীঘল কালো, ঝরঝরে রেশমি, কোঁকড়ানো? কেউ তা জানে না অবশ্য। তারপরও বনলতার মতো চুল পেতে কত কিছুই যে ব্যবহার করা হয়, তার লেখাজোখা নেই। শ্যাম্পু, কন্ডিশনার, হেয়ার সিরাম ইত্যাদি তো আছেই। আছে হরেক পদের ভেষজ উপাদান।