মো. সাজেদুল ইসলাম
ইংরেজিতে ভালো করতে ভোকাবুলারি খুব গুরুত্বপূর্ণ। যে যত ভোকাবুলারি জানে তার জন্য ইংরেজিতে ভালো করা তত সহজ। ভোকাবুলারি বাদ দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া খুব কঠিন।
ভর্তি পরীক্ষায় ইংরেজি বিষয় থেকে ভোকাবুলারিভিত্তিক বেশ কিছু প্রশ্ন আসে। ভোকাবুলারি জানা থাকলে অনেক সময় ব্যাকরণিক নিয়মগুলোও বুঝতে সুবিধা হয়। অনেক অজানা প্রশ্নের উত্তর সহজেই দেওয়া যায়।
এখন যেহেতু এমসিকিউর পাশাপাশি লিখিত পরীক্ষাও চালু হয়েছে, তাই ভোকাবুলারির গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে। কারণ লিখিত অংশে আসা Paragraph, Fill in the gap with clue এবং Sentence Making-এর মতো বিষয়গুলো সম্পূর্ণ ভোকাবুলারিভিত্তিক। আবার শুধু ভোকাবুলারি জানলেই হবে না। কোথায় কোন ভোকাবুলারি ব্যবহার করা উচিত, এটাও জানতে হবে। প্যারাগ্রাফ অংশে ভালো করতে হলে আপনাকে অবশ্যই ইংরেজি ফ্রি হ্যান্ড লেখার অভ্যাস থাকতে হবে। অভ্যাস না থাকলে প্রতিদিন ৩০ মিনিট সময় নিয়ে ফ্রি হ্যান্ড লেখার অভ্যাস করা যেতে পারে। ইংরেজি Sentence Making-এর দক্ষতা বাড়াতে প্রতিদিন নিজের ইচ্ছামতো নতুন ১৫-২০ ইংরেজি শব্দ নিয়ে বাক্য গঠন করতে পারেন।
ভোকাবুলারি পড়ার নিয়ম
ভোকাবুলারি পড়া একটু বিরক্তিকর। মনে রাখা কঠিন। তারপরও এড়িয়ে যাওয়া যাবে না। ভোকাবুলারি সহজ করে পড়া যায়। আর এ জন্য যা করতে হবে সেগুলো হলো–
১. প্রথমে একটি বই নির্বাচন করুন। নির্বাচিত বইটি শেষ না করে অন্য কোনো ভোকাবুলারির বই পড়বেন না। একেক দিন একেক বই পড়লে ভালো ফলাফল অর্জনের পথ রুদ্ধ হতে পারে।
২. একদিন অনেক ভোকাবুলারি পড়ার চেয়ে প্রতিদিন অল্প অল্প করে পড়তে পারেন। যেমন আপনি একদিন দিনভর ভোকাবুলারি পড়লেন, তারপর ১০ দিন আর পড়লেন না। এমন করলে হবে না। প্রতিদিন এক-দেড় ঘণ্টা সময় নিয়ে ভোকাবুলারি পড়তে পারেন। ধীরে ধীরে বিরক্তি কমে যাবে। মনেও থাকবে বেশি।
দিন প্রতি দেড় ঘণ্টায় ৫০টি পড়তে পারলে ৩০ দিনে ১৫০০ পড়া সম্ভব। প্রতি পাঁচ দিন পর আগের পড়া ভোকাবুলারিগুলো পুনরায় পড়তে হবে। সম্ভব হলে প্রতিদিন ২০ মিনিট সময় নিয়ে আগের দিনের পড়াটা পুনরায় দেখতে পারেন।
৩. লিখে লিখে পড়তে পারেন। এতে বানান ভুল হওয়ার আশঙ্কা কমে যাবে। ফলে স্পেলিং অংশে আপনি ভালো করতে পারবেন।
এভাবে পড়লে মনে রাখার দক্ষতাও বাড়বে।
ইংরেজিতে ভালো করতে ভোকাবুলারি খুব গুরুত্বপূর্ণ। যে যত ভোকাবুলারি জানে তার জন্য ইংরেজিতে ভালো করা তত সহজ। ভোকাবুলারি বাদ দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া খুব কঠিন।
ভর্তি পরীক্ষায় ইংরেজি বিষয় থেকে ভোকাবুলারিভিত্তিক বেশ কিছু প্রশ্ন আসে। ভোকাবুলারি জানা থাকলে অনেক সময় ব্যাকরণিক নিয়মগুলোও বুঝতে সুবিধা হয়। অনেক অজানা প্রশ্নের উত্তর সহজেই দেওয়া যায়।
এখন যেহেতু এমসিকিউর পাশাপাশি লিখিত পরীক্ষাও চালু হয়েছে, তাই ভোকাবুলারির গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে। কারণ লিখিত অংশে আসা Paragraph, Fill in the gap with clue এবং Sentence Making-এর মতো বিষয়গুলো সম্পূর্ণ ভোকাবুলারিভিত্তিক। আবার শুধু ভোকাবুলারি জানলেই হবে না। কোথায় কোন ভোকাবুলারি ব্যবহার করা উচিত, এটাও জানতে হবে। প্যারাগ্রাফ অংশে ভালো করতে হলে আপনাকে অবশ্যই ইংরেজি ফ্রি হ্যান্ড লেখার অভ্যাস থাকতে হবে। অভ্যাস না থাকলে প্রতিদিন ৩০ মিনিট সময় নিয়ে ফ্রি হ্যান্ড লেখার অভ্যাস করা যেতে পারে। ইংরেজি Sentence Making-এর দক্ষতা বাড়াতে প্রতিদিন নিজের ইচ্ছামতো নতুন ১৫-২০ ইংরেজি শব্দ নিয়ে বাক্য গঠন করতে পারেন।
ভোকাবুলারি পড়ার নিয়ম
ভোকাবুলারি পড়া একটু বিরক্তিকর। মনে রাখা কঠিন। তারপরও এড়িয়ে যাওয়া যাবে না। ভোকাবুলারি সহজ করে পড়া যায়। আর এ জন্য যা করতে হবে সেগুলো হলো–
১. প্রথমে একটি বই নির্বাচন করুন। নির্বাচিত বইটি শেষ না করে অন্য কোনো ভোকাবুলারির বই পড়বেন না। একেক দিন একেক বই পড়লে ভালো ফলাফল অর্জনের পথ রুদ্ধ হতে পারে।
২. একদিন অনেক ভোকাবুলারি পড়ার চেয়ে প্রতিদিন অল্প অল্প করে পড়তে পারেন। যেমন আপনি একদিন দিনভর ভোকাবুলারি পড়লেন, তারপর ১০ দিন আর পড়লেন না। এমন করলে হবে না। প্রতিদিন এক-দেড় ঘণ্টা সময় নিয়ে ভোকাবুলারি পড়তে পারেন। ধীরে ধীরে বিরক্তি কমে যাবে। মনেও থাকবে বেশি।
দিন প্রতি দেড় ঘণ্টায় ৫০টি পড়তে পারলে ৩০ দিনে ১৫০০ পড়া সম্ভব। প্রতি পাঁচ দিন পর আগের পড়া ভোকাবুলারিগুলো পুনরায় পড়তে হবে। সম্ভব হলে প্রতিদিন ২০ মিনিট সময় নিয়ে আগের দিনের পড়াটা পুনরায় দেখতে পারেন।
৩. লিখে লিখে পড়তে পারেন। এতে বানান ভুল হওয়ার আশঙ্কা কমে যাবে। ফলে স্পেলিং অংশে আপনি ভালো করতে পারবেন।
এভাবে পড়লে মনে রাখার দক্ষতাও বাড়বে।
বিশ্বমঞ্চে উজ্জ্বল স্বাক্ষর রেখে চলেছে বাংলাদেশের মেধাবী কিশোরেরা। এর অনন্য এক উদাহরণ হিসেবে ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত ৩৬তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে (আইবিও) অংশ নিয়ে তিনটি ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ দল। ব্রোঞ্জজয়ী তিন শিক্ষার্থী হলো—সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের আরিজ আনাস, মাস্টারম
২১ ঘণ্টা আগেবিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক রোবোটিকস প্রতিযোগিতা আনাতোলিয়ান রোভার চ্যালেঞ্জ (এআরসি) ২০২৫ সালে বড় সাফল্য পেয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘ইউআইইউ মার্স রোভার টিম’। গত ২৩-২৭ জুলাই তুরস্কের আনাতোলিয়ায় এ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।
১ দিন আগেপথের দুই ধারে দাঁড়িয়ে থাকা প্রাচীন দালানগুলো যেন সেদিন হঠাৎ প্রাণ ফিরে পেয়েছিল। ধুলো মাখা জানালা, খসে পড়া দেয়াল, পোড়া ইটের গায়ে তুলির আঁচড় পড়ে ছিল। অতীতের গল্প যেন ফিরে এসেছে রঙে, রেখায়, অনুভবে। বলছি ঐতিহাসিক পানাম নগরের কথা।
১ দিন আগেন্যাশনাল তাইওয়ান বিশ্ববিদ্যালয় বৃত্তির আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থী এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে
১ দিন আগে