নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নাগা মরিচের সস দিয়ে আরামে খাচ্ছেন পিৎজা। কিংবা বিরিয়ানিতে থাকা সবুজ মরিচে আনমনে দিয়েছেন কামড়। তারপর? সে অভিজ্ঞতা আমাদের অনেকেরই আছে। লাফঝাঁপ করে, গ্লাসের পর গ্লাস পানি খেয়েও মরিচের ঝাল যায়নি; বরং একটু বেশি জায়গায় ছড়িয়ে পড়েছে।
এই পুরো ঘটনা ঘটে আমাদের অজ্ঞতার কারণে। পানি ঝাল কমায় না। মরিচের মধ্যে থাকা ক্যাপসেইসিন উপাদানটি মূলত একধরনের প্রাকৃতিক তেল। তেলে আর জল কি মেশে? মেশে না। কিন্তু অতিরিক্ত ঝাল কমানো যাবে সহজে। ঝাল খাওয়ার পর খেয়ে নিন:
দুধ ও দুগ্ধজাত খাবার
ঝাল কমাতে দুধ ও দুগ্ধজাত খাবার জাদুর মতো কাজ করে। এক চুমুক ঠান্ডা দুধ বা এক চামচ টক দই মুখ থেকে বার্নিং সেনসেশন দূর করে। ডেইরি প্রোডাক্টে কেসিন নামের একটি উপাদান রয়েছে, যা মরিচের ক্যাপসেইসিন ও পিপারিন নামের রাসায়নিককে ভেঙে ফেলে। তাই মুখে ঝাল অনুভূতি কমে যায় নিমেষেই।
মধু
ঝাল যখন খেয়েই ফেলেছেন, এক কাজ করুন। চটজলদি আধা চা-চামচ মধু মুখে পুরে নিন। মধু তৈলাক্ত ক্যাপসেইসিন শুষে নেয়। ফলে এর কার্যকারিতা নিষ্ক্রিয় হয়ে পড়ে।
শর্করাজাতীয় খাবার
ঝালের সমস্যা টেবিলে বসেই সমাধান সম্ভব। এক চামচ সাদা ভাত মুখে তুলে নিন। ব্যস, সব ঠিক এবার। ভাত ছাড়াও শর্করাজাতীয় অন্যান্য খাবার, যেমন আলু ও রুটি জিভে একটি প্রলেপ তৈরি করে ক্যাপসেইসিন শুষে নেয়। ফলে ঝালও যায় চলে।
ক্ষারজাতীয় খাবার
জিভ থেকে অতিরিক্ত ঝাল দূর করতে ক্ষারজাতীয় খাবার ভালো কাজ করে। এ ধরনের খাবার ঝাঁজালো মসলার অ্যাসিডিটি নিষ্ক্রিয় করে দেয়। এ ক্ষেত্রে ঝাল কমাতে কয়েক টুকরো টমেটো ভালো করে চিবিয়ে খেয়ে ফেলুন। এ ছাড়া লেবু, কমলা ও আনারসের মতো ক্ষারযুক্ত ফলও ঝাল তাড়াতে দারুণ কার্যকরী।
সূত্র: এনডিটিভি ফুড
নাগা মরিচের সস দিয়ে আরামে খাচ্ছেন পিৎজা। কিংবা বিরিয়ানিতে থাকা সবুজ মরিচে আনমনে দিয়েছেন কামড়। তারপর? সে অভিজ্ঞতা আমাদের অনেকেরই আছে। লাফঝাঁপ করে, গ্লাসের পর গ্লাস পানি খেয়েও মরিচের ঝাল যায়নি; বরং একটু বেশি জায়গায় ছড়িয়ে পড়েছে।
এই পুরো ঘটনা ঘটে আমাদের অজ্ঞতার কারণে। পানি ঝাল কমায় না। মরিচের মধ্যে থাকা ক্যাপসেইসিন উপাদানটি মূলত একধরনের প্রাকৃতিক তেল। তেলে আর জল কি মেশে? মেশে না। কিন্তু অতিরিক্ত ঝাল কমানো যাবে সহজে। ঝাল খাওয়ার পর খেয়ে নিন:
দুধ ও দুগ্ধজাত খাবার
ঝাল কমাতে দুধ ও দুগ্ধজাত খাবার জাদুর মতো কাজ করে। এক চুমুক ঠান্ডা দুধ বা এক চামচ টক দই মুখ থেকে বার্নিং সেনসেশন দূর করে। ডেইরি প্রোডাক্টে কেসিন নামের একটি উপাদান রয়েছে, যা মরিচের ক্যাপসেইসিন ও পিপারিন নামের রাসায়নিককে ভেঙে ফেলে। তাই মুখে ঝাল অনুভূতি কমে যায় নিমেষেই।
মধু
ঝাল যখন খেয়েই ফেলেছেন, এক কাজ করুন। চটজলদি আধা চা-চামচ মধু মুখে পুরে নিন। মধু তৈলাক্ত ক্যাপসেইসিন শুষে নেয়। ফলে এর কার্যকারিতা নিষ্ক্রিয় হয়ে পড়ে।
শর্করাজাতীয় খাবার
ঝালের সমস্যা টেবিলে বসেই সমাধান সম্ভব। এক চামচ সাদা ভাত মুখে তুলে নিন। ব্যস, সব ঠিক এবার। ভাত ছাড়াও শর্করাজাতীয় অন্যান্য খাবার, যেমন আলু ও রুটি জিভে একটি প্রলেপ তৈরি করে ক্যাপসেইসিন শুষে নেয়। ফলে ঝালও যায় চলে।
ক্ষারজাতীয় খাবার
জিভ থেকে অতিরিক্ত ঝাল দূর করতে ক্ষারজাতীয় খাবার ভালো কাজ করে। এ ধরনের খাবার ঝাঁজালো মসলার অ্যাসিডিটি নিষ্ক্রিয় করে দেয়। এ ক্ষেত্রে ঝাল কমাতে কয়েক টুকরো টমেটো ভালো করে চিবিয়ে খেয়ে ফেলুন। এ ছাড়া লেবু, কমলা ও আনারসের মতো ক্ষারযুক্ত ফলও ঝাল তাড়াতে দারুণ কার্যকরী।
সূত্র: এনডিটিভি ফুড
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫