নারীকে জুতার মালা পরিয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস— তিনি হিন্দু শিক্ষিকা নন
হিন্দু শিক্ষিকাকে জুতার মালা পরিয়ে আনন্দ উচ্ছ্বাস করছে ছাত্রছাত্রীরা—এমন দাবিতে একটি ভিডিও ফেসবুক, ইউটিউব ও এক্সে (সাবেক টুইটার) ভাইরাল হয়েছে। ১৬ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, সেফটি ভেস্ট পরা একদল তরুণ–তরুণী এক নারীর গলায় জুতার মালা পরিয়ে সড়ক প্রদক্ষিণ করাচ্ছেন। এ সময় তাঁদের স্লোগান দিতেও শোনা যায়।