নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পদত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। আজ সোমবার তিনি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পদত্যাগ পত্র দিয়েছেন বলে বঙ্গভবন সূত্রে জানা গেছে।
এ দিকে সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘পদত্যাগপত্রটি আমাদের মাধ্যমে রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠানো হয়নি। স্পিকার স্যার নিজেই রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছেন। তবে সেটা সরাসরি নাকি ই-মেইলে পাঠানো হয়েছে তা বলতে পারব না।’
অপর এক বিশ্বস্ত সূত্র জানায়, আজই (সোমবার) একজন বাহকের মাধ্যমে পদত্যাগের চিঠি তিনি রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন শিরীন শারমিন চৌধুরী।
এ বিষয়ে জানতে শিরিন শারমিন চৌধুরীর হোয়াটসঅ্যাপ নম্বরে কল দেওয়া হলেও তিনি ধরেননি। ওই নম্বরে পাঠানো খুদে বার্তারও জবাব দেননি তিনি।
ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। ৮ আগস্ট শপথ নেন ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার।
তবে সংবিধান অনুযায়ী স্পিকার বা ডেপুটি স্পিকার তাঁহার উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত স্বীয় পদে বহাল থাকতে পারেন।
২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতা নেওয়ার পরে তৎকালীন মন্ত্রিসভা মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পান শিরীন শারমিন চৌধুরী। এরপর ২০১৩ সালের তৎকালীন স্পিকার আবদুল হামিদ রাষ্ট্রপতি হলে ওই বছরের ৩০ এপ্রিল স্পিকার নির্বাচিত হন তিনি। এরপর টানা তিন মেয়াদে স্পিকার হন।
দশম জাতীয় সংসদে শেখ হাসিনার ছেড়ে দেওয়া রংপুর-৬ আসনের উপনির্বাচনে বিজয়ী হন শিরিন শারমিন চৌধুরী। একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে সরাসরি নির্বাচন করেন তিনি।
পদত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। আজ সোমবার তিনি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পদত্যাগ পত্র দিয়েছেন বলে বঙ্গভবন সূত্রে জানা গেছে।
এ দিকে সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘পদত্যাগপত্রটি আমাদের মাধ্যমে রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠানো হয়নি। স্পিকার স্যার নিজেই রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছেন। তবে সেটা সরাসরি নাকি ই-মেইলে পাঠানো হয়েছে তা বলতে পারব না।’
অপর এক বিশ্বস্ত সূত্র জানায়, আজই (সোমবার) একজন বাহকের মাধ্যমে পদত্যাগের চিঠি তিনি রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন শিরীন শারমিন চৌধুরী।
এ বিষয়ে জানতে শিরিন শারমিন চৌধুরীর হোয়াটসঅ্যাপ নম্বরে কল দেওয়া হলেও তিনি ধরেননি। ওই নম্বরে পাঠানো খুদে বার্তারও জবাব দেননি তিনি।
ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। ৮ আগস্ট শপথ নেন ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার।
তবে সংবিধান অনুযায়ী স্পিকার বা ডেপুটি স্পিকার তাঁহার উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত স্বীয় পদে বহাল থাকতে পারেন।
২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতা নেওয়ার পরে তৎকালীন মন্ত্রিসভা মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পান শিরীন শারমিন চৌধুরী। এরপর ২০১৩ সালের তৎকালীন স্পিকার আবদুল হামিদ রাষ্ট্রপতি হলে ওই বছরের ৩০ এপ্রিল স্পিকার নির্বাচিত হন তিনি। এরপর টানা তিন মেয়াদে স্পিকার হন।
দশম জাতীয় সংসদে শেখ হাসিনার ছেড়ে দেওয়া রংপুর-৬ আসনের উপনির্বাচনে বিজয়ী হন শিরিন শারমিন চৌধুরী। একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে সরাসরি নির্বাচন করেন তিনি।
কৃষি খাতে রাষ্ট্রীয় ভর্তুকি বিতরণে স্বচ্ছতার জন্য কৃষকদের স্মার্ট কার্ডের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) ইতিমধ্যে পার্টনার প্রকল্পের আওতায় ‘কৃষক স্মার্ট কার্ড নীতিমালা, ২০২৫’-এর খসড়া তৈরি করেছে। গত ৩০ জানুয়ারি ছিল এ বিষয়ে অংশীজনদের মতামত জানানোর শেষ দিন।
২ ঘণ্টা আগেহাবিব হোটেল ইন্টারন্যাশনাল ও মরিয়ম কনস্ট্রাকশনের নামে তিন ব্যাংক থেকে ঋণ নিয়েছেন আলম আহমেদ। সেই টাকায় রাজধানীর তেজগাঁওয়ে গড়ে তুলেছেন তারকা হোটেল ‘হলিডে ইন’। বছরের পর বছর হোটেল ব্যবসাও করছে, কিন্তু ব্যাংকের ঋণের টাকা পরিশোধ করেননি। তিন ব্যাংকের প্রায় দেড় হাজার কোটি টাকা পরিশোধ না করে পাড়ি...
২ ঘণ্টা আগেগতকাল শুক্রবার ছিল ছুটির দিন। তাই রাজধানীর বাংলাবাজারের সৃজনশীল প্রকাশনীগুলো বন্ধ থাকার কথা। কিন্তু পরদিন থেকে বইমেলার শুরু; এ কারণে প্রকাশকদের ব্যস্ততার শেষ নেই। পিকআপ ও ভ্যানে ওঠানো হচ্ছে নতুন বই। ছাপা, বাঁধাইয়ের কর্মী, শ্রমিক সবাই ব্যস্ত প্রথম দিনে নতুন বই পাঠকের সামনে তুলে ধরার কাজে। গতকাল রাতভ
৭ ঘণ্টা আগেজ্বালানি তেলের দাম লিটারে এক টাকা বেড়েছে। ১ ফেব্রুয়ারি থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ১ টাকা বেড়ে ১০৫ টাকা, কেরোসিন ১০৪ টাকা থেকে ১০৫ টাকা এবং অকটেন ১২৬ টাকা ও পেট্রল ১২২ টাকায় পুনর্নির্ধারণ করা হয়েছে...
১৩ ঘণ্টা আগে