তেঁতুলিয়ায় মরিচখেতে পচন রোগে দুশ্চিন্তায় কৃষকেরা
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মরিচখেতে দেখা দিয়েছে টেপা পচা (অ্যানথ্রাক্সনস), পচড়াসহ বিভিন্ন রোগের সংক্রমণ। স্প্রে করেও ফল পাচ্ছেন না কৃষকেরা। খেত থেকে তোলার মুহূর্তে বিভিন্ন রোগের আক্রমণ দেখা দেওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন উপজেলার সাতটি ইউনিয়নের চাষিরা। লোকসানের আশঙ্কা তাঁদের।