Ajker Patrika

তিলখেতে মৌ চাষ সপ্তাহে ১৫ মণ মধু

পঞ্চগড় প্রতিনিধি
আপডেট : ২৭ মে ২০২২, ১৭: ১৩
Thumbnail image

পঞ্চগড়ে বিভিন্ন এলাকায় তিলখেতের পাশে মৌমাছি চাষ হচ্ছে। এতে তিলের ফুলে পরাগায়নের পাশাপাশি সপ্তাহে ১০ থেকে ১৫ মণ মধু উৎপাদিত হচ্ছে। বিভিন্ন জেলা থেকে মৌ খামারিরা পঞ্চগড়ে আসছেন মধু উৎপাদনের জন্য।

মৌখামারিরা জানান, বিভিন্ন অঞ্চল থেকে আসা মৌ খামারিরা বিভিন্ন তিলখেত থেকে প্রতি সপ্তাহে ১০ থেকে ১৫ মণ মধু সংগ্রহ করেন। খামার থেকে প্রতি কেজি মধু বিক্রি হচ্ছে ১৫০ থেকে ২০০ টাকায়। জেলায় উৎপাদিত মধু স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানীসহ বিভিন্ন এলাকায় বাজারজাত করছেন ব্যবসায়ীরা। বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে পুরোদমে ভ্রাম্যমাণ খামারিরা তিলখেত থেকে মধু সংগ্রহে ব্যস্ত সময় কাটান।

সিরাজগঞ্জ থেকে আসা মৌ খামারি কোরবান আলী জানান, ‘তিল থেকে মধু সংগ্রহ করতে প্রতিবছর পঞ্চগড়ে আসি। মধুর দাম নির্ধারণ ও সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা না থাকায় কম দামেই বিক্রি করতে হচ্ছে। এতে পরিশ্রম এবং খরচের বিপরীতে লাভ তেমন থাকে না, করোনাকালীন সময়ে বসেছিলাম, এ বছর কাজে নেমেছি।’

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শামিম হোসেন বলেন, ‘সঠিক ব্যবস্থাপনা ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা করা হলে মৌ চাষিরা আরও আগ্রহী হয়ে উঠবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত