লক্ষ্মীপুরে চরের মানুষের ভরসা ওষুধের দোকানিরাই
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বিচ্ছিন্ন একটি দ্বীপ চর আবদুল্যাহ, যা মূল ভূখণ্ড থেকে মেঘনা নদী হয়ে প্রায় ২৫ কিলোমিটারের নৌপথ নৌকা কিংবা ট্রলারে পাড়ি দিতে হয়। এ ইউনিয়নের প্রায় ১০ হাজার সাধারণ মানুষের চিকিৎসায় ওষুধের দোকানিই একমাত্র ভরসা। এ অবস্থায় চর আবদুল্লাহ, চর গজারিয়া ও তেলির চরে বসবাসকারী নারী ও শি