Ajker Patrika

বাবার জেলে কার্ড নেই, টাকা চাওয়ায় তিনিও নেননি

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
বাবার জেলে কার্ড নেই, টাকা চাওয়ায় তিনিও নেননি

লক্ষ্মীপুরের কমলনগরে উপজেলা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে জেলে নিবন্ধনের নামে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন মা ইলিশ সংরক্ষণ অভিযান চলছে। তাই নদীপারের জেলেরা অবসর সময় কাটাচ্ছেন। চর কালকিনি  ইউনিয়নের নাসিরগঞ্জ বাজার মাছঘাটে আট-দশজন জেলের সঙ্গে কথা হয়।

তাঁরা সবাই জানান, তাঁদের কারোরই জেলে কার্ড নেই। জেলে কার্ড না থাকার বিষয়ে জানতে চাইলে তাঁরা সবাই জানান, জেলে নিবন্ধন করতে টাকা লাগে। টাকা ছাড়া জেলে নিবন্ধন হয় না।

তাঁদের মধ্যে থেকে সাদ্দাম হোসেন নামে এক জেলে জানান, তাঁর বয়স ১৮ বছর। তিনি ছোটবেলা থেকেই দেখেন তাঁর বাবা জেলে কিন্তু তাঁর বাবার জেলে কার্ড নেই। জেলে কার্ড করতে টাকা চাওয়ায় তিনি রাগে, ক্ষোভে আর জেলে কার্ড করাননি।

জানা যায়, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল কুদ্দুস কিছু জনপ্রতিনিধি ও তাঁর পছন্দের কিছু লোকের মাধ্যমে জেলে নিবন্ধনের জন্য জনপ্রতি ১-২ হাজার টাকা নিচ্ছেন। আবার ইচ্ছামতো অনেক জেলের কার্ড আটকে দেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য আব্দুল মজিদ জানান, মৎস্য কর্মকর্তা তাঁকে জেলে নিবন্ধনের জন্য ৬৫টি ফরম দিয়েছেন। তারপরও তাঁর সাতজন জেলে বাদ পড়ায় অতিরিক্ত আরও সাতটি ফরম নিতে ১ হাজার ৫০০ টাকা দিতে হয়েছে তাঁকে।

কালকিনির ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. মাকছুদ জানান, জেলে নিবন্ধনের জন্য কাদের মুন্সি নামে স্থানীয় এক ব্যক্তি তাঁর কাছ থেকে ২ হাজার টাকা নিয়েছেন।

চর লরেন্স ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আবুল কাশেম জানান, মৎস্য কর্মকর্তা তাঁর জেলে কার্ডটি আটকে রাখেন।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবদুল কুদ্দুস জানান, তিনি এই অনিয়মের সঙ্গে জড়িত নন। যাচাই-বাছাইয়ের জন্য চেয়ারম্যানরা জেলে কার্ড আটকে রাখেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুজ্জামান জানান, জেলে নিবন্ধনের নামে টাকা নেওয়ার বিষয়ে কোনো অভিযোগ তিনি শোনেননি। খোঁজখবর নিয়ে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত