Ajker Patrika

ভবনের কাজ শেষ হয় না মেঝেতেও চিকিৎসা

ফুলগাজী (ফেনী) প্রতিনিধি
ভবনের কাজ শেষ হয় না মেঝেতেও চিকিৎসা

ফেনীর ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ থেকে ৫০ শয্যার হাসপাতালে উন্নীত করার জন্য নির্মাণাধীন ভবনের কাজ শেষ হয়নি পাঁচ বছরেও। ফুলগাজী উপজেলার ১ লাখ ২০ হাজার মানুষের জন্য রয়েছে  ৩১ শয্যাবিশিষ্ট এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এখানে নিয়মিত চিকিৎসাসেবা পাচ্ছে না উপজেলাবাসী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় স্বাস্থ্য মন্ত্রণালয় ৩১ শয্যা থেকে ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে রূপান্তর করে। এর উদ্বোধনের প্রায় আজ পাঁচ বছর হলেও ভবনের নির্মাণকাজ এখনো সম্পন্ন হয়নি।

অসংখ্য রোগীকে বাধ্য হয়ে যেতে হচ্ছে ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিট না পেয়ে অনেকে মাটিতে শয্যা বিছিয়ে চিকিৎসা নিচ্ছে। ২০১৮ সালের ১ ফেব্রুয়ারি সাবেক স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম ও ফেনী-১ আসনের সংসদ সদস্য জাতীয় সমাজতান্ত্রিক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার ৫০ শয্যাবিশিষ্ট নির্মাণাধীন ভবনের উদ্বোধন করেন। এরপর দেড় বছরে কাজটি সম্পন্ন করে হাসপাতাল কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও ২০২২ সালের প্রায় শেষে এসেও তা সমাপ্ত হয়নি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহাজন রুবাইয়াত বিন করিম বলেন, ‘বর্তমানে হাসপাতালটি ৩১ শয্যাবিশিষ্ট, কিন্তু রোগীর যে চাপ, সে ক্ষেত্রে অনেক রোগী সিট না পেয়ে ফ্লোরে শয্যা বিছিয়ে চিকিৎসা নিচ্ছে। আমরা সিটের সংকটে রোগীকে সিট দিয়ে চিকিৎসা দিতে পারছি না। এ ছাড়া আউটডোরে প্রতিদিন অনেক রোগী আসে। কক্ষের অভাবে কাঙ্ক্ষিত সেবা দিতে পারছি না। এই হাসপাতালের নির্মাণকাজ দ্রুত শেষ করে হাসপাতাল কর্তৃপক্ষকে বুঝিয়ে দিলে উপজেলার মানুষ চিকিৎসাসেবা পাবে।’

ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধিসহ অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে নির্মাণকাজ ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ না থাকায় অনেক সময় বিদ্যুৎ-সংশ্লিষ্ট কাজ করা যায় না। বর্তমান সময়ে ব্যাপক শ্রমিক-সংকট দেখা দিয়েছে। চড়া দামেও শ্রমিক পাওয়া যায় না। তবে দ্রুতগতিতে কাজ শেষ করার প্রক্রিয়া চলছে। অল্প সময়ের মধ্যে কাজ সম্পন্ন করে হাসপাতাল কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।

ফেনী জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন এস এস আর মাসুদ রানা বলেন, বর্তমানে ভবন সংকটের কারণে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। তবে ভবন নির্মাণকাজ শেষ হলে দুর্ভোগ আর থাকবে না। কাজ দ্রুত সম্পন্ন করার জন্য কর্তৃপক্ষকে বারবার বলা হয়েছে। আশা করি খুব দ্রুত সময়ে কাজ শেষ হবে এবং সমস্যার সমাধান হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত