তিরন্দাজ রোমান-দিয়ার বিয়ে, একে অপরকে ছুড়েছিল ‘ভালোবাসার তির’
দেশের দুই তিরন্দাজ এত দিন তির ছুড়েছেন সামনে থাকা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে। দেশের জন্য বিদেশ থেকে এনে দিয়েছেন সম্মান। জিতেছেন ব্রোঞ্জ, রুপা পদক। এরই মধ্যে একে অপরের দিকে ছুড়ে দিয়েছিলেন ভালোবাসার তীর। দুজনের সেই প্রেম যেন পূর্ণতা পেল আজ। জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিয়ে হয়ে গেল দেশের সেরা দুই আর্চার রোমান