Ajker Patrika

রংপুরের সব কটি আসন শেখ হাসিনাকে উপহার দিতে চান সাদ্দাম

নীলফামারী ও সৈয়দপুর প্রতিনিধি
রংপুরের সব কটি আসন শেখ হাসিনাকে উপহার দিতে চান সাদ্দাম

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, ‘আগামী নির্বাচনে রংপুর বিভাগের সব কটি আসন শেখ হাসিনাকে উপহার দিতে চাই। আর সে জন্য ছাত্রলীগকে সুসংগঠিত হতে হবে। নিজের দলে কোনো কোন্দল থাকবে না, ঐক্যবদ্ধ হয়ে ছাত্রলীগের আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করতে হবে।’

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নীলফামারীর সৈয়দপুর শহরের বিমানবন্দর সড়কসংলগ্ন ফাইভ স্টার মাঠে এক পথসভায় এসব কথা বলেন তিনি। এর আগে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুরে আসেন। পরে সড়ক পথে নিজ গ্রামের বাড়ি পঞ্চগড়ের বোদায় যাওয়ার পথে নীলফামারী জেলা ছাত্রলীগের আয়োজনে ওই পথসভায় বক্তব্য দেন।

সাদ্দাম হোসেন বলেন, ‘শেখ হাসিনা তরুণদের উদ্যোক্তা হওয়ার সুযোগ দেওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে এখন দেশের তরুণ সমাজ স্বীকৃতি পাচ্ছেন। এসব তরুণ প্রযুক্তির দুয়ার উন্মোচন করার ফলে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। এতে শিক্ষার গুণগত মান নিশ্চিত হয়েছে, দেশের চাকরির বাজার দক্ষতা এবং মেধাভিত্তিক হয়েছে।’

ছাত্রলীগের সভাপতি আরও বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগ শেখ হাসিনার নির্দেশেই কৃষকের পাশে দাঁড়িয়েছিল, যাতে শ্রমিক সংকটের কোনো ঘটনা না ঘটে। প্রতিটি ইউনিট ছাত্রলীগের নেতা-কর্মীরা কৃষকের পাশে দাঁড়িয়েছিল। গণমানুষের প্রতি দায়বদ্ধতায় উদ্বুদ্ধ হয়ে ছাত্রলীগ এ কাজ করেছে। ফলে আজ কৃষক ও তরুণদের মধ্যে একটি সেতুবন্ধ তৈরি হয়েছে।

এ সময় নীলফামারী জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল, সাধারণ সম্পাদক মাসুদ সরকার, সৈয়দপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মোমেন শাহরিয়ার টুটুল, সাধারণ সম্পাদক এস এম সাদেকুর রহমান সজীব, পৌর ছাত্রলীগের সভাপতি সিফাত সরকার, সাধারণ সম্পাদক সহিদুজ্জামান শুভসহ রংপুর বিভাগের সব জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন কমিটির প্রায় ৪ হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন। পরে দুই শতাধিক মাইক্রোবাস ও দেড় হাজার মোটরসাইকেলযোগে নেতা-কর্মীরা সাদ্দামকে নিয়ে সৈয়দপুর থেকে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত