Ajker Patrika

টঙ্গীতে ‎ম্যানহোলে পড়া নারীর ২০ ঘণ্টায়ও সন্ধান মেলেনি, মহাসড়ক অবরোধ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে নিখোঁজ নারীকে উদ্ধারের দাবিতে আজ সোমবার বিকেলে তাঁর স্বজন এবং এলাকাবাসী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। ছবি: আজকের পত্রিকা
গাজীপুরের টঙ্গীতে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে নিখোঁজ নারীকে উদ্ধারের দাবিতে আজ সোমবার বিকেলে তাঁর স্বজন এবং এলাকাবাসী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের টঙ্গীতে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে ফারিয়া তাসনিম জ্যোতি (৩২) নামের একজন নারী নিখোঁজের ২০ ঘণ্টায়ও সন্ধান মেলেনি। ‎এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জ্যোতির স্বজন এবং স্থানীয় বাসিন্দারা হোসেন মার্কেট এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

‎এর আগে গতকাল রোববার রাত সোয়া ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে টঙ্গীর হোসেন মার্কেট এলাকার ঢাকনা খোলা ম্যানহোলে পড়ে নিখোঁজ হন জ্যোতি।

বিক্ষোভকারীরা জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা ইম্পেরিয়াল নামের একটি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ মহাসড়কের পাশে থাকা ম্যানহোলের ঢাকনা নিজেদের প্রয়োজনে সরিয়ে ফেলেছেন। রোববার রাতে ভারী বৃষ্টিপাত হওয়ায় অসাবধানতাবশত জ্যোতি ম্যানহোলে পড়ে নিখোঁজ হন। তারপর টঙ্গী ফায়ার সার্ভিসের আপৎকালীন কর্মীরা জ্যোতিকে উদ্ধারের চেষ্টা চালালেও তাঁর সন্ধান পাননি।

‎জ্যোতি রাজধানীর মিরপুর এলাকায় পরিবার নিয়ে বাস করতেন। তিনি ‘মনি ট্রেড ইন্টারন্যাশনাল হেলথ’ নামের কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন। রোববার রাতে তিনি চিকিৎসকদের সঙ্গে আলোচনা করতে টঙ্গীতে আসেন। ‎

‎জ্যোতির বড় ভাই আক্তারুজ্জামান শোভন বলেন, ‘আমার বোন গতকাল রোববার থেকে নিখোঁজ। ২৩ ঘণ্টা অতিবাহিত হলেও তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস আজ আর কাজ করবে না। তাই সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছি।’

‎যোগাযোগ করা হলে ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালটির চেয়ারম্যান হাসমত আলী বলেন, ‘হাসপাতালের সামনের পয়োনালাটি তৈরি করেছিল সড়ক ও জনপথ বিভাগ। নালায় ঢাকনা না থাকায় আমরা নিজ উদ্যোগে কয়েকটি লোহার ঢাকনা তৈরি করেছিলাম। লোহার ঢাকনাগুলো চুরি হয়ে যায়। বিক্ষুব্ধ জনতা হাসপাতাল ভাঙচুরের চেষ্টা চালাচ্ছেন।’ ‎

টঙ্গীতে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে নিখোঁজ নারীকে উদ্ধার অভিযান ফায়ার সার্ভিসের। আজ সোমবার বিকেলে হোসেন মার্কেট এলাকায়। ছবি: আজকের পত্রিকা
টঙ্গীতে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে নিখোঁজ নারীকে উদ্ধার অভিযান ফায়ার সার্ভিসের। আজ সোমবার বিকেলে হোসেন মার্কেট এলাকায়। ছবি: আজকের পত্রিকা

‎টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আজকের (সোমবার) মতো উদ্ধারের চেষ্টা সমাপ্ত ঘোষণা করা হয়েছে। নিখোঁজ জ্যোতির পরিবার ও স্থানীয়রা ক্ষুব্ধ হয়েছেন। আমরা আগামীকাল মঙ্গলবার আবারও উদ্ধার কার্যক্রম পরিচালনা করব।’ ‎

‎এ বিষয়ে সড়ক ও জনপথের উপবিভাগীয় প্রকৌশলী (টঙ্গী সড়ক উপবিভাগ) প্রকৌশলী আনোয়ার হোসেন খানের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি সাড়া দেননি।

‎টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, ‘খবর পেয়ে আমি পুলিশের কয়েকটি দল পাঠিয়েছি। বিক্ষুব্ধ জনতাকে সড়ক থেকে সরে যেতে অনুরোধ জানানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকিংয়ের নামে কারসাজি, ফাঁসছে ফার্স্ট সিকিউরিটি

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

‘আমার নিরপরাধ ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ডুকাইয়া দিল’

রাঙামাটির হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ম্যানেজার আটক

চাঁদাবাজদের কথিত তালিকা নিয়ে রাজশাহীতে তোলপাড়, বিএনপি-জামায়াত নেতাদের নাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত