Ajker Patrika

নীলফামারীতে তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি 

নীলফামারী প্রতিনিধি
আপডেট : ০৩ জুলাই ২০২৩, ২১: ৩৮
নীলফামারীতে তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি 

নীলফামারীতে তিস্তা নদীর পানি বিপৎসীমার (৫২ দশমিক ১৫) কাছাকাছি ওঠানামা করছে। আজ সোমবার সকাল ৯টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমার সাত সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। দুপুর ১২টায় তিন সেন্টিমিটার কমে বিপৎসীমার ১০ সেন্টিমিটার নিচে নামে। এদিকে বেলা ৩টায় আরও পানি কমে বিপৎসীমার ১৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, নদীর পানি বৃদ্ধির ফলে ব্যারাজের সব কটি জলকপাট (৪৪টি) খুলে রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সতর্কাবস্থায় রয়েছে পাউবো।

পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্র জানায়, উজানের ঢল ও ভারী বর্ষণে রোববার রাত থেকে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করে। আজ সকাল ৬টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার, সকাল ৯টায় সাত সেন্টিমিটার, দুপুর ১২টায় ১০ সেন্টিমিটার ও বেলা ৩টায় ১৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়।

জেলার ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল লতিফ খান বলেন, তিস্তার পানি বৃদ্ধির ফলে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বর্তমানে পানি কমলেও এসব এলাকা থেকে পানি নামতে সময় লাগছে।

ডালিয়া পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. আসফাউদদৌলা বলেন, তিস্তা নদীর পানি কখনো বাড়ছে আবার কখনো কমছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যারাজের সব কটি জলকপাট খুলে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত