Ajker Patrika

ডিমলায় বিপৎসীমার নিচে তিস্তার পানি

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
আপডেট : ০৭ জুলাই ২০২৩, ১৪: ২৬
ডিমলায় বিপৎসীমার নিচে তিস্তার পানি

নীলফামারীর ডিমলায় তিস্তার পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে প্লাবিত এলাকার পরিস্থিতির উন্নতি হয়েছে। 

আজ শুক্রবার সকালে তিস্তা ব্যারাজে ডালিয়া পয়েন্টে পানির প্রবাহ রেকর্ড করা হয় ৫১ দশমিক ৯০ সেন্টিমিটার, যা বিপৎসীমার চেয়ে ২৫ সেন্টিমিটার নিচে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ডালিয়া বিভাগের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বিষয়টি নিশ্চিত করে। 

ডালিয়া পাউবোর নির্বাহী প্রকৌশলী আসফাউদদৌলা আজকের পত্রিকাকে বলেন, ওঠানামার মধ্যে রয়েছে তিস্তার পানির প্রবাহ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বিপৎসীমার ২৮ সেন্টিমিটার নিচ দিয়ে পানির প্রবাহ ছিল। আজ সকাল ৯টায় কিছুটা বেড়ে গিয়ে ২৫ সেন্টিমিটার নিচ দিয়ে পানির প্রবাহ রেকর্ড করা হয়। 

এর আগে গত সপ্তাহে পানির প্রবাহ দুই দফা বেড়ে বিপৎসীমার ৩ সেন্টিমিটার অতিক্রম করে। এতে উপজেলার তিস্তাতীরবর্তী এলাকায় শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়ে। পানিবন্দী এসব পরিবারের কেউ কেউ বাঁধের ওপর আশ্রয় নেয়। 

খালিশা চাপানি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহীদুজ্জামান সরকার বলেন, বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও অনেক পরিবার ভাঙনের আতঙ্কে রয়েছে। মানুষের দুর্ভোগ বেড়ে গেছে। নিম্ন আয়ের লোকজনের কাজ না থাকায় তাঁরা বিপাকে পড়েছেন। গোখাদ্যের সংকট দেখা দিয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেলায়েত হোসেন বলেন, প্রতিমুহূর্তে সার্বিক পরিস্থিতির খোঁজ নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত