জাল সনদে নিয়োগ পাওয়া ৭ শিক্ষক চাকরিচ্যুত, দিতে হবে বেতন ফেরত
জাল সনদের আশ্রয় নেওয়ায় নীলফামারীর ডিমলায় সাত শিক্ষকের নিয়োগ বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ ছাড়া বেতন-ভাতা বাবদ নেওয়া টাকা ফেরত দিতে বলা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা করতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে (মাউশি) নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। তবে, এসব শিক্ষকের অনেকের দাবি, সনদ জাল না।