গাজীপুর প্রতিনিধি
মাদক মামলায় যাবজ্জীবনের সাজা নিয়ে ছদ্মবেশে দীর্ঘ ১৩ বছর ছিলেন আত্মগোপনে। অবশেষে র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন। গতকাল বুধবার রাতে ওই আসামিকে গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১।
গ্রেপ্তার হওয়া আসামির নাম মো. বেলাল হোসেন (৭৬)। তিনি নীলফামারীর সৈয়য়দপুর থানা এলাকার বাসিন্দা। তিনি রাজধানীর যাত্রাবাড়ী থানার মাদক মামলায় যাবজ্জীবন এবং ১০ হাজার টাকা জরিমানার আসামি।
৭৬ বছর বয়সী বেলাল হোসেন ছদ্মবেশ ধারণ করতে দাঁড়ি রেখেছেন। বয়সের কারণে মাথার চুল ও দাঁড়ি পেকে গেছে। সাদা চুল ও দাঁড়িতে যত্ন করে মেহেদি লাগিয়েছেন। তাঁকে দেখে বোঝার উপায় নেই তিনি মাদক মামলায় দণ্ডিত আসামি। এই বেশ ধারণ করে তিনি কিছুদিন পর পর পেশা ও জায়গা বদল করতেন। সর্বশেষ তিনি এ বেশ নিয়ে গাছা থানা এলাকায় একটি কারখানায় নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালন করছিলেন।
র্যাব-১-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) মো. পারভেজ রানা বৃহস্পতিবার সকালে এ তথ্য জানিয়েছেন।
তিনি আরও জানান, গত ১৪ জুন বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, ধৃত আসামি গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় আত্মগোপন করে আছেন। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১-এর একটি দল গেল বুধবার রাত সাড়ে ৯টার দিকে বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় দীর্ঘ ১৩ বছর যাবৎ পলাতক আসামি মো. বেলাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের ওই কর্মকর্তা জানান, ধৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করতেন। ইতিপূর্বে তাঁর বিরুদ্ধে একাধিক মাদক মামলা চলমান ছিল। বর্ণিত মাদক মামলায় আদালত থেকে জামিন নেওয়ার পরপরই তিনি আত্মগোপনে চলে যান। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে পালানোর জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেন এবং ছদ্মবেশ ধারণ করে আত্মগোপনে ছিলেন।
তিনি আরও জানান, গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদক মামলায় যাবজ্জীবনের সাজা নিয়ে ছদ্মবেশে দীর্ঘ ১৩ বছর ছিলেন আত্মগোপনে। অবশেষে র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন। গতকাল বুধবার রাতে ওই আসামিকে গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১।
গ্রেপ্তার হওয়া আসামির নাম মো. বেলাল হোসেন (৭৬)। তিনি নীলফামারীর সৈয়য়দপুর থানা এলাকার বাসিন্দা। তিনি রাজধানীর যাত্রাবাড়ী থানার মাদক মামলায় যাবজ্জীবন এবং ১০ হাজার টাকা জরিমানার আসামি।
৭৬ বছর বয়সী বেলাল হোসেন ছদ্মবেশ ধারণ করতে দাঁড়ি রেখেছেন। বয়সের কারণে মাথার চুল ও দাঁড়ি পেকে গেছে। সাদা চুল ও দাঁড়িতে যত্ন করে মেহেদি লাগিয়েছেন। তাঁকে দেখে বোঝার উপায় নেই তিনি মাদক মামলায় দণ্ডিত আসামি। এই বেশ ধারণ করে তিনি কিছুদিন পর পর পেশা ও জায়গা বদল করতেন। সর্বশেষ তিনি এ বেশ নিয়ে গাছা থানা এলাকায় একটি কারখানায় নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালন করছিলেন।
র্যাব-১-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) মো. পারভেজ রানা বৃহস্পতিবার সকালে এ তথ্য জানিয়েছেন।
তিনি আরও জানান, গত ১৪ জুন বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, ধৃত আসামি গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় আত্মগোপন করে আছেন। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১-এর একটি দল গেল বুধবার রাত সাড়ে ৯টার দিকে বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় দীর্ঘ ১৩ বছর যাবৎ পলাতক আসামি মো. বেলাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের ওই কর্মকর্তা জানান, ধৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করতেন। ইতিপূর্বে তাঁর বিরুদ্ধে একাধিক মাদক মামলা চলমান ছিল। বর্ণিত মাদক মামলায় আদালত থেকে জামিন নেওয়ার পরপরই তিনি আত্মগোপনে চলে যান। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে পালানোর জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেন এবং ছদ্মবেশ ধারণ করে আত্মগোপনে ছিলেন।
তিনি আরও জানান, গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় একের পর এক খুনের ঘটনা ঘটছে। গত আট মাসে গুলি করে পাঁচজনকে হত্যার ঘটনা ঘটেছে। হত্যার এসব ঘটনায় পর্যালোচনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, এসব হত্যাকাণ্ডে একই গ্যাং জড়িত।
২ ঘণ্টা আগেমেয়াদ শেষের প্রায় দুই বছর হয়ে গেলেও কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুরে দুধকুমার নদের তীর রক্ষা বাঁধ নির্মাণকাজ শেষ হয়নি। এতে দুধকুমারের তীরবর্তী অঞ্চলে ভাঙন-আতঙ্ক দেখা দিয়েছে। এদিকে প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের অস্থায়ী ম্যানেজারের বিরুদ্ধে স্থানীয়দের টাকা নিয়ে...
২ ঘণ্টা আগেলালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে বসানো হয়েছে হাট-বাজার। এতে বিঘ্নিত হচ্ছে প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ। খেলাধুলার চর্চা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানটিতে যাওয়া-আসা করতেও ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের।
২ ঘণ্টা আগেবালুমহাল হিসেবে ইজারা নেওয়া হয়নি; তবে দিব্যি নদীতীরের মাটি কেটে বিক্রি করা হচ্ছে। রোজ শতাধিক ট্রাক মাটি উঠছে পাড় থেকে। রাজশাহীর চারঘাট উপজেলায় ঘটছে এমন ঘটনা। বিএনপি ও ছাত্রদলের নেতারা এই ব্যবসার সঙ্গে জড়িত। এই মাটি ও বালু উত্তোলনে বাধা দেওয়ায় ইউএনওর বাসায় ককটেল ফোটানো হয়েছে।
২ ঘণ্টা আগে