Ajker Patrika

গাজীপুরে মাদক মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি ১৩ বছর পর গ্রেপ্তার  

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ১৫ জুন ২০২৩, ১৫: ৪৭
Thumbnail image

মাদক মামলায় যাবজ্জীবনের সাজা নিয়ে ছদ্মবেশে দীর্ঘ ১৩ বছর ছিলেন আত্মগোপনে। অবশেষে র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন। গতকাল বুধবার রাতে ওই আসামিকে গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১।

গ্রেপ্তার হওয়া আসামির নাম মো. বেলাল হোসেন (৭৬)। তিনি নীলফামারীর সৈয়য়দপুর থানা এলাকার বাসিন্দা। তিনি রাজধানীর যাত্রাবাড়ী থানার মাদক মামলায় যাবজ্জীবন এবং ১০ হাজার টাকা জরিমানার আসামি।

৭৬ বছর বয়সী বেলাল হোসেন ছদ্মবেশ ধারণ করতে দাঁড়ি রেখেছেন। বয়সের কারণে মাথার চুল ও দাঁড়ি পেকে গেছে। সাদা চুল ও দাঁড়িতে যত্ন করে মেহেদি লাগিয়েছেন। তাঁকে দেখে বোঝার উপায় নেই তিনি মাদক মামলায় দণ্ডিত আসামি। এই বেশ ধারণ করে তিনি কিছুদিন পর পর পেশা ও জায়গা বদল করতেন। সর্বশেষ তিনি এ বেশ নিয়ে গাছা থানা এলাকায় একটি কারখানায় নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালন করছিলেন।

র‍্যাব-১-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) মো. পারভেজ রানা বৃহস্পতিবার সকালে এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, গত ১৪ জুন বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, ধৃত আসামি গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় আত্মগোপন করে আছেন। এমন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১-এর একটি দল গেল বুধবার রাত সাড়ে ৯টার দিকে বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় দীর্ঘ ১৩ বছর যাবৎ পলাতক আসামি মো. বেলাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের ওই কর্মকর্তা জানান, ধৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করতেন। ইতিপূর্বে তাঁর বিরুদ্ধে একাধিক মাদক মামলা চলমান ছিল। বর্ণিত মাদক মামলায় আদালত থেকে জামিন নেওয়ার পরপরই তিনি আত্মগোপনে চলে যান। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে পালানোর জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেন এবং ছদ্মবেশ ধারণ করে আত্মগোপনে ছিলেন। 

তিনি আরও জানান, গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত