নিউজিল্যান্ডে মুমিনুলদের কঠিন সময়
নিউজিল্যান্ড সফরে কোয়ারেন্টিনপর্ব যে বাংলাদেশ দলের মনস্তাত্ত্বিক পরীক্ষা নেবে, তা অনুমিতই ছিল। এবং সেটাই হচ্ছে। ক্রিকেটারদের মধ্যে কেউ কারও মুখ পর্যন্ত দেখতে পারছেন না। কতটা কঠোর সময় কাটছে মুমিনুল হকদের, বোঝাই যাচ্ছে।