অবশেষে নিউজিল্যান্ড থেকে এল স্বস্তির খবর। চতুর্থ করোনা পরীক্ষায় দলের সবার নেগেটিভ আসায় আগামীকাল থেকে অনুশীলন শুরু করতে পারবে বাংলাদেশ দল। দলের ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন আজ সকালে এক ভিডিওবার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১২ ডিসেম্বর নিউজিল্যান্ডে পৌঁছার পর থেকেই কোয়ারেন্টিনে আছে বাংলাদেশ দল। যদিও এবারের নিউজিল্যান্ড সফরে মুমিনুলদের কোয়ারেন্টিন করার কথা ছিল সাত দিন। কিন্তু স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ ও বাংলাদেশ দলের নিউজিল্যান্ডগামী বিমানের এক যাত্রী করোনায় আক্রান্ত হওয়ায় কোয়ারিন্টেনে থাকার সময়।
দুই দফায় কোয়ারেন্টিনে থাকার সময় বাড়ার পর গতকাল দলের সবার চতুর্থ করোনা পরীক্ষা হয়। এতে সবারই নেগেটিভ ফল এসেছে। নিউজিল্যান্ড থেকে পাঠানো ভিডিও বার্তায় সুজন বলেন, ‘গতকাল ১৯ ডিসেম্বর আমাদের সবার আরেক দফা করোনা টেস্ট হয়েছিল। আলহামদুলিল্লাহ, আমরা সবাই নেগেটিভ। নেগেটিভ হওয়ার কারণে আমরা এখান থেকে আগামীকাল বের হতে পারব এবং অনুশীলনে যেতে পারব।’
ক্রাইস্টচার্চের লিংকন বিশ্ববিদ্যালয় মাঠে আগামীকাল থেকে অনুশীলন করবে বাংলাদেশ দল। দলের অনুশীলন প্রসঙ্গে সুজন বলেন, ‘আগামীকাল সকাল সোয়া ১০টা থেকে অনুশীলন শুরু লিংকন বিশ্ববিদ্যালয় মাঠে, যেখানে আমরা জিমের সুবিধাও পাব। ওখানে অনুশীলন শেষে আমরা হোটেলে উঠে যাব। এরপর আমরা স্বাভাবিক চলাফেরা করতে পারব, ট্রেনিং করতে পারব, সবই করতে পারব। নিজেদের তৈরি করতে পারব প্রথম টেস্ট ম্যাচের জন্য।’
বাংলাদেশ-নিউজিল্যান্ডের দুই টেস্ট সিরিজের প্রথমটি গড়াবে মাউন্ট মঙ্গানুইতে নতুন বছরের প্রথম দিন। ক্রাইস্টচার্চে ৯ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় টেস্ট। এর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ দল।
অবশেষে নিউজিল্যান্ড থেকে এল স্বস্তির খবর। চতুর্থ করোনা পরীক্ষায় দলের সবার নেগেটিভ আসায় আগামীকাল থেকে অনুশীলন শুরু করতে পারবে বাংলাদেশ দল। দলের ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন আজ সকালে এক ভিডিওবার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১২ ডিসেম্বর নিউজিল্যান্ডে পৌঁছার পর থেকেই কোয়ারেন্টিনে আছে বাংলাদেশ দল। যদিও এবারের নিউজিল্যান্ড সফরে মুমিনুলদের কোয়ারেন্টিন করার কথা ছিল সাত দিন। কিন্তু স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ ও বাংলাদেশ দলের নিউজিল্যান্ডগামী বিমানের এক যাত্রী করোনায় আক্রান্ত হওয়ায় কোয়ারিন্টেনে থাকার সময়।
দুই দফায় কোয়ারেন্টিনে থাকার সময় বাড়ার পর গতকাল দলের সবার চতুর্থ করোনা পরীক্ষা হয়। এতে সবারই নেগেটিভ ফল এসেছে। নিউজিল্যান্ড থেকে পাঠানো ভিডিও বার্তায় সুজন বলেন, ‘গতকাল ১৯ ডিসেম্বর আমাদের সবার আরেক দফা করোনা টেস্ট হয়েছিল। আলহামদুলিল্লাহ, আমরা সবাই নেগেটিভ। নেগেটিভ হওয়ার কারণে আমরা এখান থেকে আগামীকাল বের হতে পারব এবং অনুশীলনে যেতে পারব।’
ক্রাইস্টচার্চের লিংকন বিশ্ববিদ্যালয় মাঠে আগামীকাল থেকে অনুশীলন করবে বাংলাদেশ দল। দলের অনুশীলন প্রসঙ্গে সুজন বলেন, ‘আগামীকাল সকাল সোয়া ১০টা থেকে অনুশীলন শুরু লিংকন বিশ্ববিদ্যালয় মাঠে, যেখানে আমরা জিমের সুবিধাও পাব। ওখানে অনুশীলন শেষে আমরা হোটেলে উঠে যাব। এরপর আমরা স্বাভাবিক চলাফেরা করতে পারব, ট্রেনিং করতে পারব, সবই করতে পারব। নিজেদের তৈরি করতে পারব প্রথম টেস্ট ম্যাচের জন্য।’
বাংলাদেশ-নিউজিল্যান্ডের দুই টেস্ট সিরিজের প্রথমটি গড়াবে মাউন্ট মঙ্গানুইতে নতুন বছরের প্রথম দিন। ক্রাইস্টচার্চে ৯ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় টেস্ট। এর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ দল।
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে যেন জিততেই ভুলে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর এই সংস্করণে দুই দলের চারবারের দেখাতে চারবারই জিতেছিল পাকিস্তান। অবশেষে গত রাতে ওয়েস্ট ইন্ডিজের ফুরোয় ৬ বছরের অপেক্ষা। তাতে করে বাংলাদেশ, পাকিস্তান দুই দলই পেয়েছে দুঃসংবাদ।
৪১ মিনিট আগেবয়স ৪০ পেরোনোর পরও ক্রিস্টিয়ানো রোনালদোর যে ক্ষুধা কমেনি, সেটা তাঁর পারফরম্যান্সেই বোঝা যাচ্ছে। মাঠে নামলেই গোল করার নেশা তাঁকে ভীষণভাবে পেয়ে বসে। ক্লাব প্রীতি ম্যাচেও দেখিয়ে যাচ্ছেন তাঁর দাপট।
২ ঘণ্টা আগেইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে আজ পুরুষ, নারী দুই দলেরই খেলা রয়েছে। দুই ম্যাচেই মুখোমুখি হবে লন্ডন স্পিরিট-ম্যানচেস্টার অরিজিনালস। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৩ ঘণ্টা আগেপুরো টুর্নামেন্টে ৭ ম্যাচের কেবল ১ ম্যাচে হার। বলা হচ্ছে এখানে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কথা। জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশকে নিয়ে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শেষ হয়েছে গতকাল। হারারের ফাইনালে প্রোটিয়াদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শিরোপা উঁচিয়ে ধরল...
৩ ঘণ্টা আগে