Ajker Patrika

আগামীকাল থেকে অনুশীলনে নামবেন মুমিনুল-মুশফিকরা

আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১২: ০৮
আগামীকাল থেকে অনুশীলনে নামবেন মুমিনুল-মুশফিকরা

অবশেষে নিউজিল্যান্ড থেকে এল স্বস্তির খবর। চতুর্থ করোনা পরীক্ষায় দলের সবার নেগেটিভ আসায় আগামীকাল থেকে অনুশীলন শুরু করতে পারবে বাংলাদেশ দল। দলের ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন আজ সকালে এক ভিডিওবার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। 

গত ১২ ডিসেম্বর নিউজিল্যান্ডে পৌঁছার পর থেকেই কোয়ারেন্টিনে আছে বাংলাদেশ দল। যদিও এবারের নিউজিল্যান্ড সফরে মুমিনুলদের কোয়ারেন্টিন করার কথা ছিল সাত দিন। কিন্তু স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ ও বাংলাদেশ দলের নিউজিল্যান্ডগামী বিমানের এক যাত্রী করোনায় আক্রান্ত হওয়ায় কোয়ারিন্টেনে থাকার সময়। 
 
দুই দফায় কোয়ারেন্টিনে থাকার সময় বাড়ার পর গতকাল দলের সবার চতুর্থ করোনা পরীক্ষা হয়। এতে সবারই নেগেটিভ ফল এসেছে। নিউজিল্যান্ড থেকে পাঠানো ভিডিও বার্তায় সুজন বলেন, ‘গতকাল ১৯ ডিসেম্বর আমাদের সবার আরেক দফা করোনা টেস্ট হয়েছিল। আলহামদুলিল্লাহ, আমরা সবাই নেগেটিভ। নেগেটিভ হওয়ার কারণে আমরা এখান থেকে আগামীকাল বের হতে পারব এবং অনুশীলনে যেতে পারব।’ 

ক্রাইস্টচার্চের লিংকন বিশ্ববিদ্যালয় মাঠে আগামীকাল থেকে অনুশীলন করবে বাংলাদেশ দল। দলের অনুশীলন প্রসঙ্গে সুজন বলেন, ‘আগামীকাল সকাল সোয়া ১০টা থেকে অনুশীলন শুরু লিংকন বিশ্ববিদ্যালয় মাঠে, যেখানে আমরা জিমের সুবিধাও পাব। ওখানে অনুশীলন শেষে আমরা হোটেলে উঠে যাব। এরপর আমরা স্বাভাবিক চলাফেরা করতে পারব, ট্রেনিং করতে পারব, সবই করতে পারব। নিজেদের তৈরি করতে পারব প্রথম টেস্ট ম্যাচের জন্য।’ 

বাংলাদেশ-নিউজিল্যান্ডের দুই টেস্ট সিরিজের প্রথমটি গড়াবে মাউন্ট মঙ্গানুইতে নতুন বছরের প্রথম দিন। ক্রাইস্টচার্চে ৯ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় টেস্ট। এর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ দল।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত