মাস না পেরোতেই মুদ্রার এপিঠ-ওপিঠ দুই-ই দেখে ফেললেন আজাজ প্যাটেল। গত ৪ ডিসেম্বর জন্মশহর মুম্বাইয়ে ভারতের বিপক্ষে ইনিংসে ১০ উইকেট শিকারের কীর্তি গড়েছিলেন। বাংলাদেশের বিপক্ষে পরের সিরিজেই কি না তাঁর জায়গা হলো না দলে!
ঘরের মাঠে নতুন বছরের প্রথম দিন থেকে শুরু হতে চলা সিরিজে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি) আজাজকে না রাখায় হতাশ হলেও বাস্তবতা ঠিকই বুঝতে পারছেন। মাত্র তৃতীয় বোলার হিসেবে ‘পারফেক্ট টেন’-এর নজির গড়া এ স্পিনার মনে করেন, নিজেদের কন্ডিশনে পেসারদের একচেটিয়া সাফল্যের কারণেই বাংলাদেশ সিরিজে তাঁকে বিবেচনা করা হয়নি।
নিউজিল্যান্ডের সিমিং কন্ডিশনে গত ৩ বছরের পরিসংখ্যান দেখলেই মেলে তার প্রমাণ। এই সময়ে টেস্টে নিজেদের ডেরায় স্পিনাররা বোলিং করেছেন সর্বসাকল্যে ১৫২.৩ ওভার। যেখানে তাঁদের উইকেট মাত্র সাতটি, যার মধ্যে ১০০ ওভারের বেশি হাত ঘোরানোর সুযোগ পেয়েছেন মিচেল স্যান্টনার। তিনি বোলিংয়ের পাশাপাশি টুকটাক ব্যাটিং পারেন বলেই একাদশে ঠাঁই পেয়েছেন। বিপরীতে এই সময়ে নিউজিল্যান্ডের পেসাররা বোলিং করেছেন ১৫৬৫.৩ ওভার। উইকেট শিকারেও তারা ঢের এগিয়ে, ১৯৬ টি।
ঘরের মাঠে বাঁহাতি স্পিনার আজাজেরও পারফরম্যান্স বলার মতো নয়। ৩ টেস্টে ৪৯ ওভার বোলিং করে এখনো উইকেটশূন্য! তবু মুমিনুল হক-মুশফিকুর রহিমদের বিপক্ষে খেলতে চেয়েছিলেন তিনি। স্থানীয় সংবাদমাধ্যম স্টাফকে বিষণ্ন মনে বলেছেন, ‘আমার হতাশা প্রকাশের চেয়ে বড় বিষয় এটা। আমি মনে করি এখনো নিজেকে মেলে ধরতে হবে। এখনো আমার দেখাতে হবে যে, নিউজিল্যান্ডে টেস্ট খেলার জন্য আমি কতটা উন্মুখ।’
সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে টি-টোয়েন্টি সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারি আজাজ আরও বলেন, ‘আমাদের দলে ভালো মানের কয়েকজন পেসার আছে। ভবিষ্যতে হয়তো এমন পরিবেশ তৈরি হবে যখন একজন বিশেষজ্ঞ স্পিনারও এখানে গুরুত্বপূর্ণ বিবেচিত হবে। বর্তমানে আমার দল পেস নির্ভর হওয়ায় সে জায়গাটা তৈরি হয়নি। আমি চেষ্টা করছি।’
দল ঘোষণার পর নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড বলেছিলেন, কন্ডিশন ও প্রতিপক্ষ বিবেচনায় দল সাজিয়েছেন তাঁরা। বাংলাদেশের বিপক্ষে ঘোষিত কিউইদের স্কোয়াডে একমাত্র স্পিনার রাচিন রবীন্দ্র। তবে রাচিন মূলত অলরাউন্ডার।
বাংলাদেশের মাটিতে টেস্ট হলে পেসারদের যেভাবে কন্ডিশনের দোহাই দিয়ে বসিয়ে রাখা হয়, ঠিক যেন তার উল্টোটা ঘটতে চলেছে আজাজের ক্ষেত্রে। তবে ৩৩ বছর বয়সী স্পিনার হতাশ হলেও কোচের সঙ্গে বেশ ভালোভাবেই এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি, ‘গ্যারির (স্টিড) সঙ্গে আমার খোলামেলা কথা হয়েছে। সেগুলো খুব আনন্দদায়ক হয় না হলেও আমাকে তাঁদের চাহিদা সম্পর্কে জানানো হয়েছে।’
মাস না পেরোতেই মুদ্রার এপিঠ-ওপিঠ দুই-ই দেখে ফেললেন আজাজ প্যাটেল। গত ৪ ডিসেম্বর জন্মশহর মুম্বাইয়ে ভারতের বিপক্ষে ইনিংসে ১০ উইকেট শিকারের কীর্তি গড়েছিলেন। বাংলাদেশের বিপক্ষে পরের সিরিজেই কি না তাঁর জায়গা হলো না দলে!
ঘরের মাঠে নতুন বছরের প্রথম দিন থেকে শুরু হতে চলা সিরিজে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি) আজাজকে না রাখায় হতাশ হলেও বাস্তবতা ঠিকই বুঝতে পারছেন। মাত্র তৃতীয় বোলার হিসেবে ‘পারফেক্ট টেন’-এর নজির গড়া এ স্পিনার মনে করেন, নিজেদের কন্ডিশনে পেসারদের একচেটিয়া সাফল্যের কারণেই বাংলাদেশ সিরিজে তাঁকে বিবেচনা করা হয়নি।
নিউজিল্যান্ডের সিমিং কন্ডিশনে গত ৩ বছরের পরিসংখ্যান দেখলেই মেলে তার প্রমাণ। এই সময়ে টেস্টে নিজেদের ডেরায় স্পিনাররা বোলিং করেছেন সর্বসাকল্যে ১৫২.৩ ওভার। যেখানে তাঁদের উইকেট মাত্র সাতটি, যার মধ্যে ১০০ ওভারের বেশি হাত ঘোরানোর সুযোগ পেয়েছেন মিচেল স্যান্টনার। তিনি বোলিংয়ের পাশাপাশি টুকটাক ব্যাটিং পারেন বলেই একাদশে ঠাঁই পেয়েছেন। বিপরীতে এই সময়ে নিউজিল্যান্ডের পেসাররা বোলিং করেছেন ১৫৬৫.৩ ওভার। উইকেট শিকারেও তারা ঢের এগিয়ে, ১৯৬ টি।
ঘরের মাঠে বাঁহাতি স্পিনার আজাজেরও পারফরম্যান্স বলার মতো নয়। ৩ টেস্টে ৪৯ ওভার বোলিং করে এখনো উইকেটশূন্য! তবু মুমিনুল হক-মুশফিকুর রহিমদের বিপক্ষে খেলতে চেয়েছিলেন তিনি। স্থানীয় সংবাদমাধ্যম স্টাফকে বিষণ্ন মনে বলেছেন, ‘আমার হতাশা প্রকাশের চেয়ে বড় বিষয় এটা। আমি মনে করি এখনো নিজেকে মেলে ধরতে হবে। এখনো আমার দেখাতে হবে যে, নিউজিল্যান্ডে টেস্ট খেলার জন্য আমি কতটা উন্মুখ।’
সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে টি-টোয়েন্টি সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারি আজাজ আরও বলেন, ‘আমাদের দলে ভালো মানের কয়েকজন পেসার আছে। ভবিষ্যতে হয়তো এমন পরিবেশ তৈরি হবে যখন একজন বিশেষজ্ঞ স্পিনারও এখানে গুরুত্বপূর্ণ বিবেচিত হবে। বর্তমানে আমার দল পেস নির্ভর হওয়ায় সে জায়গাটা তৈরি হয়নি। আমি চেষ্টা করছি।’
দল ঘোষণার পর নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড বলেছিলেন, কন্ডিশন ও প্রতিপক্ষ বিবেচনায় দল সাজিয়েছেন তাঁরা। বাংলাদেশের বিপক্ষে ঘোষিত কিউইদের স্কোয়াডে একমাত্র স্পিনার রাচিন রবীন্দ্র। তবে রাচিন মূলত অলরাউন্ডার।
বাংলাদেশের মাটিতে টেস্ট হলে পেসারদের যেভাবে কন্ডিশনের দোহাই দিয়ে বসিয়ে রাখা হয়, ঠিক যেন তার উল্টোটা ঘটতে চলেছে আজাজের ক্ষেত্রে। তবে ৩৩ বছর বয়সী স্পিনার হতাশ হলেও কোচের সঙ্গে বেশ ভালোভাবেই এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি, ‘গ্যারির (স্টিড) সঙ্গে আমার খোলামেলা কথা হয়েছে। সেগুলো খুব আনন্দদায়ক হয় না হলেও আমাকে তাঁদের চাহিদা সম্পর্কে জানানো হয়েছে।’
লাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
১২ মিনিট আগেপাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে যেন জিততেই ভুলে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর এই সংস্করণে দুই দলের চারবারের দেখাতে চারবারই জিতেছিল পাকিস্তান। অবশেষে গত রাতে ওয়েস্ট ইন্ডিজের ফুরোয় ৬ বছরের অপেক্ষা। তাতে করে বাংলাদেশ, পাকিস্তান দুই দলই পেয়েছে দুঃসংবাদ।
১ ঘণ্টা আগেবয়স ৪০ পেরোনোর পরও ক্রিস্টিয়ানো রোনালদোর যে ক্ষুধা কমেনি, সেটা তাঁর পারফরম্যান্সেই বোঝা যাচ্ছে। মাঠে নামলেই গোল করার নেশা তাঁকে ভীষণভাবে পেয়ে বসে। ক্লাব প্রীতি ম্যাচেও দেখিয়ে যাচ্ছেন তাঁর দাপট।
২ ঘণ্টা আগেইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে আজ পুরুষ, নারী দুই দলেরই খেলা রয়েছে। দুই ম্যাচেই মুখোমুখি হবে লন্ডন স্পিরিট-ম্যানচেস্টার অরিজিনালস। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৩ ঘণ্টা আগে